সান নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
আরও পড়ুন: চেক ডিজঅনার মামলা করতে পারবে না
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন।
আরও পড়ুন: বগুড়ায় ৭ জনের যাবজ্জীবন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৬৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
সান নিউজ/এমআর