স্বাস্থ্য

পর্যটন এলাকায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল থেকে:

করোনার আঘাতে পর্যটন মৌসুমেও দৃশ্যত জনশূন্য দক্ষিণাঞ্চলের প্রসিদ্ধ পর্যটন স্পটগুলো। দর্শনার্থী-পর্যটক যারা আসছেন, তাদের মাঝে নেই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। এমনকি ওইসব এলাকার বাসিন্দা, ব্যবসায়ীরাও উদাসীন।

ফলে পর্যটন এলাকায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে, মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন, অব্যাহত রেখেছেন আইন প্রয়োগও। তারপরও পর্যটন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে না চলা দুঃখজনক।

বর্ষা মৌসুমে নৌকা, পেয়ারা, ধানের চারা, সবজি চারা ভিত্তিক ভাসমান বাজার জমে উঠলে সাধারণত বরিশাল জেলার বানারীপাড়া, ঝালকাঠি জেলার স্বরূপকাঠি এবং পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা লাগোয়া নদী ও আশেপাশের এলাকাগুলো পর্যটনস্পটে পরিণত হয়। বিশেষ করে আটঘর-কুড়িয়ানাই বেশি জমজমাট থাকে। আর বিখ্যাত পর্যটন সৈকত সাগরকন্যা কুয়াকাটায় তো সারা বছরই লেগে থাকে পর্যটকদের আনাগোনা।

কিন্তু এ বছর করোনা কুয়াকাটা আর আটঘর-কুড়িয়ানাকে অন্ধকার করে রেখেছে এখনো। তবে সীমিত পরিসরে সবকিছু খুলতে থাকায় অল্প অল্প করে দ্বার খুলছে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা দুটির। সরেজমিনে এই দুটি এলাকা ঘুরেই দেখা গেছে উদ্বেগজনক চিত্র। সীমিত সংখ্যক দর্শনার্থী-পর্যটকদের মাঝেও নেই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। এমনকি ওইসব এলাকার বাসিন্দা, ব্যবসায়ীরাও উদাসীন। আটঘর-কুড়িয়ানার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দর্শনার্থীরা কারণ ছাড়াই ঘরের বাইরে বের হয়ে আড্ডা দিচ্ছেন। এতে নেই কোনো সামাজিক দূরত্ব। হাট-বাজারে গাদাগাদি করে কেনাকাটায় ব্যস্ততা চোখে পড়ার মতো। অধিকাংশ মানুষ মাস্কও ব্যবহার করছেন না।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে বিভাগে রোববার (২৭ জুলাই) পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৭ জনের। আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪৭৫ জন। যদিও অন্যান্য বিভাগের চেয়ে আক্রান্তের সংখ্যা কম এবং সুস্থতার হার বেশি এই বিভাগে। তবে অসচেতনতা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার কারণ হতে পারে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

কুড়িয়ানার পেয়ারা ব্যবসায়ী আব্দুর রহিম শেখ মনে করেন, ‘করোনা শহুরে মানুষের রোগ। আমরা গ্রামে থাকি। আমাদের এসব হবে না।’ মাস্ক পরলে তার দম নিতে কষ্ট হয় বলেও দাবি তার।

কিছু দূরের বরকত আলীর চায়ের দোকানে অবসর সময় কাটানো মানুষের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা, চায়ের কাপটাও ঠিকভাবে গরম পানি দিয়ে পরিস্কার করা হচ্ছে না। বরকত আলী বলেন, ‘সারাদিন টিভিতে করোনা নিয়ে সচেতন হওয়ার কথা দেখেন লোকজন। এখন যদি তারা নিজেরা সচেতন না হন, আমি কি করবো?’

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, ‘আমরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। করোনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা কাজ করে যাচ্ছেন। ট্রলারে পেয়ারা বাগানে ভ্রমণের অনুমতি আপাতত দিচ্ছি না। তবুও অনেককেই করোনার বিষয়ে উদাসীন দেখছি।’

ওদিকে মাস্ক ছাড়াই অনেকে সময় কাটাচ্ছেন সাগরকন্যা কুয়াকাটা সৈকত ও আশেপাশের এলাকায়। তবে হোটেল, মোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা রয়েছে।

কুয়াকাটা মায়ের দোয়া খাবার হোটেলের মালিক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘কাস্টমার নেই বললেই চলে।মাসের পর মাস অর্থ সংকটে ভুগছি। তাই আমরাও ভালো নেই।’

করোনার আগে পর্যটকদের ছবি তুলে সংসার চলতো ফটোগ্রাফার ফারুক হোসেনের। এখন বেকার। তারপরও ক্যামেরা নিয়ে সমুদ্রসৈকতে বসে ছিলেন সকাল থেকে। তিনিও মানছিলেন না স্বাস্থ্যবিধি। জানতে চাইলে বলেন, ‘করোনায় বিচ ফাঁকা। যেহেতু পর্যটক নেই, করোনায় তো আমরা এই এলাকার নিজেরাই। ভয়ের কোনো কারণ নেই।’

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী মোবাইল ফােনে জানান, ‘করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতাও অব্যাহত রয়েছে। এ মুহূর্তে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা খুবই কম। যদি পর্যটক বাড়ে সে অনুসারে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।’

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, সকল সরকারি কর্মকর্তারা করোনা বিষয়ে জনগণকে সচেতন করে যাচ্ছি। কিন্তু এখনও জনগণের মাঝে করোনা নিয়ে অসচেতনতা দুঃখজনক। আমরা পর্যটন এলাকাগুলোতে করোনা নিয়ে সচেতনতায় বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছি; প্রয়োজনে আরও জোর দেবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা