নিজস্ব প্রতিবেদক : দেশে গণটিকা কর্মসূচির শুরুর প্রথম দিন থেকে আজ পর্যন্ত সারা দেশে করোনার টিকা নেওয়ার সংখ্যা ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৭৩ জনের।
মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতর জানায়, মোট টিকা নেয়া ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন।
মঙ্গলবার (০২ মার্চ) দেশে টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ জন এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনের মধ্যে ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০ জন, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে আছেন ২ লাখ ১ হাজার ৭৩৫ জন।
সান নিউজ/এসএম
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            