ফিচার
টাইটানিক ডুবি

দুর্ঘটনা, গাফিলতি নাকি অপমানের প্রতিশোধ?

সাননিউজ ডেস্ক: সারা পৃথিবীকে চমকে দিতে ১০৯ বছর আগে সমুদ্রে নেমেছিল টাইটানিক। চমক অবশ্য সত্যিই এল। তবে সে কাহিনি মর্মান্তিক। প্রথম যাত্রাতেই হিমশৈলের আঘাতে ছত্রখান টাইটানিক। আর প্রায় ২ হাজার যাত্রীর মধ্যে প্রাণ হারালেন ১৫২২ জন। এইসব কাহিনি তো সবারই জানা। কিন্তু তারপর? যাঁরা বেঁচে গিয়েছিলেন, তাঁদের জবানিতেই ধীরে ধীরে প্রকাশিত হয়েছিল ভয়ঙ্কর সেই দুর্ঘটনার টুকরো কিছু ছবি। সেই জাহাজিদের মধ্যেই ছিলেন ফ্রেড ফ্লিট। হাসপাতালে তখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই অবস্থাতেই তাঁকে জেরা করে মার্কিন গোয়েন্দা বিভাগ। বাকিদেরও জেরা করা হয়েছে। তবে ফ্রেড ফ্লিটের জবানবন্দিতে এক অদ্ভুত ঘটনার কথা জানতে পারলেন গোয়েন্দারা। যে হিমশৈলে ধাক্কা মেরেছিল টাইটানিক, খুব কাছে আসার আগে তাকে দেখতেই পাননি কেউ। দেখবেন কী করে? কারোর কাছে বাইনোকুলার ছিল না। জাহাজে বাইনোকুলার নেই? গোয়েন্দাদের অবাক প্রশ্নে ফ্লিট উত্তর দিয়েছিলেন, জাহাজের ক্রো’জ নেস্টে একটি বাইনোকুলার ছিল ঠিকই। তবে তার চাবি ছিল না কারোর কাছেই। জাহাজ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নজরে আসে ক্যাপ্টেনের। তবে তখন আর ফেরার পথ ছিল না।

১৫ এপ্রিল, ১৯১২। সেইসময়ের সবচেয়ে বড়ো সমুদ্র জাহাজ টাইটানিক ডুবে গেল সমুদ্রের গর্ভে। আর সেইসঙ্গে অসংখ্য যাত্রীর মৃত্যু। এর কারণ খুঁজতে গিয়ে অনেকেই নানা দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কেউ দেখিয়েছেন জাহাজের রাডার বেশ ছোটো ছিল। কেউ দেখিয়েছেন জল নিকাশি ব্যবস্থা উন্নত ছিল না। আবার লাইফবোর্ডের অপ্রতুলতাকেও মৃত্যুমিছিলের জন্য দায়ী করেছেন অনেকে। তবে এসবের পিছনেও বিরাট ভূমিকা পালন করেছে ছোট্ট একটি চাবি। মার্কিন গোয়েন্দারা সেই রহস্যের ইঙ্গিত পেলেও সেই চাবির সন্ধান পাননি। তা পাওয়া যায় আরও বহু বছর বাদে। ১৯৮০ সালে ব্রিটিশ অ্যান্ড ইন্টারন্যাশানাল সিম্যান’স সোসাইটির কাছে এসে পৌঁছয় টাইটানিক জাহাজের ক্রোজ নেস্টের চাবি। পাঠিয়েছেন ন্যান্সি ব্লেয়ার।

কে এই ন্যান্সি ব্লেয়ার? তার সঙ্গে টাইটানিকের সম্পর্কই বা কী? খোঁজ নিয়ে জানা যায় তার পিতৃপরিচয়। বাবা ডেভিড ব্লেয়ার ছিলেন টাইটানিক জাহাজের সেকেন্ড অফিসার। জাহাজ তৈরির দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি। অবশেষে জাহাজ তৈরি হল। এবার শুধু সমুদ্রে পাড়ি দেয়া বাকি। ঠিক এমন সময়েই তাকে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়। না, এর আগে কোনো বড়ো জাহাজের নেতৃত্ব দেননি তিনি। এটাই ছিল তাঁর বিরুদ্ধে অভিযোগ। অন্য একটি অলিম্পিক জাহাজ থেকে হেনরি ওয়াইল্ড নামে এক অফিসারকে নিয়ে আসা হয় তাঁর জায়গায়। ক্ষুব্ধ, অপমানিত ব্লেয়ার সমস্ত দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিলেন।

সমস্যা হল, এই দায়িত্ব বুঝে নেয়ার সময় ক্রোজ নেস্টের কথা ভুলেই গিয়েছিলেন হেনরি ওয়াইল্ড। ডেভিড ব্লেয়ারও আর সে-কথা মনে পড়াননি। ন্যন্সি ব্লেয়ার অবশ্য বলেছিলেন, তিনি চাবির কথা ভুলেই গিয়েছিলেন। বাড়ি ফিরে খেয়াল করেন তার পকেটে চাবিটি থেকে গিয়েছে। অবশ্য তার আগেই ৩ এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে টাইটানিক। তবে কেউ কেউ মনে করেন, অপমানের প্রতিশোধ নিতে ইচ্ছে করেই চাবিটি নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন ডেভিড ব্লেয়ার। তবে এসবের সত্যতা আর জানা যাবে না কোনোদিন।

বাইনোকুলার থাকলেই যে দুর্ঘটনা এড়ানো যেত, এমন কোনো নিশ্চয়তা অবশ্য ছিল না। হয়তো তারপরেও টাইটানিকের ডুবে যাওয়াই ভবিতব্য ছিল। তবে আগে থেকে হিমশৈলটিকে দেখতে পেলে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা তো করা যেত। ছোট্ট একটি চাবির জন্যই সেটা সম্ভব হল না। এই ঐতিহাসিক চাবি কিন্তু আপনিও দেখে আসতে পারেন চাইলে। ২০০৭ সালে চিনের এক জুয়েলারি ব্যবসায়ী ৯০ হাজার মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছেন সেই চাবি। আর নানজিং শহরে তাঁর ব্যক্তিগত সংগ্রহশালায় তা রাখা আছে। ইংল্যান্ড থেকে আমেরিকা যাওয়ার পথে যে দুর্ঘটনা ঘটেছিল, তার চাবিকাঠি দেখতে আপনাকে যেতে হবে এই নানজিং শহরেই।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা...

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত 

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকা...

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন মবোক্রেসি কঠোর হস্তে দম...

হান্নান মাসউদকে হত্যার হুমকি, মূলহোতা আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান...

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যাল...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা