নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা দিনের বেশির ভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। এমনকি ঢাকায়ও আজ (১২ ডিসেম্বর) ঘন কুয়াশা পড়ছে। সেই সাথে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি।
আরও পড়ুন: গোলাবর্ষণে লেবাননে মেয়র নিহত
মঙ্গলবার (১২ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বুধবার রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে। সেখানে তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। যে তাপমাত্রা রেকর্ড বদলগাছিতে হয়েছে, তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। আবহাওয়াবিদেরা তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে শৈত্যপ্রবাহ বলেন ধারণা করেন।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বর আ’লীগের বিজয় র্যালি
আবহাওয়াবিদরা মনে করছেন, এখনও যেহেতু ঘূর্ণিঝড়ের পরে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সেই কারণে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এছাড়াও হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে যাচ্ছে অন্য অঞ্চলগুলো।
সান নিউজ/এএ