বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জীতেন গাইনের পুকুর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে ওয়াইল্ড টীম ও ভিটি আরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া অজগরটিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
শরনখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান বলেন, স্থানীয় বন্যপ্রাণী সুরক্ষা বিষয়ক সংগঠন ওয়াইল্ড টীম ও ভিটি আরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে আমাদের খবর দেয়। বনরক্ষীদের সহায়তায় অজগরটিকে নিয়ে এসে বনে অবমুক্ত করেছি। ১০ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১০ কেজি।
সাননিউজ/জেএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            