বিনোদন ডেস্ক: অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাই না। কয়েকদিন পরই আসছে ঈদুল ফিতর। আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধু, পরিবার-পরিজন নিয়ে অনেকেই চলে যান সিনেমা দেখতে। এসময় মুক্তি পায় নতুন কিছু সিনেমা। তারই ধারাবাহিকতায় এবারও মুক্তি পেতে যাচ্ছে ১১টি সিনেমা।
আরও পড়ুন : পরীর স্ট্যাটাসের পাল্টা জবাব বুবলীর
মুক্তি পাওয়া সিনেমার তালিকায় রয়েছে, ‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘ওমর, ‘দেয়ালের দেশ’, ‘ডেড বডি’, ‘চক্কর’, ‘পুলসিরাত’, ‘মোনা: জীন ২’, ‘আহারে জীবন’, ‘মায়া: দ্য লাস্ট লাভ’ ও ‘এশা মার্ডার’।
এবারের মুক্তির তালিকায় থাকা ‘রাজকুমার’ সিনেমাটি রয়েছে আলোচনায়। এই ছবিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
আরও পড়ুন : লন্ডনে বাংলাদেশি নাট্যনির্মাতা নিহত
দীর্ঘ ১২ বছরের গবেষণা শেষে ২০২২ সালে এসে ছবিটির শুটিংয়ে নামেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। আসন্ন ঈদে ‘কাজলরেখা’ মুক্তি পেতে যাচ্ছে। এতে অভিনয় করছেন, শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, মিথিলা, খায়রুল বাশার, শাহানা সুমি, সুজয়।
সান নিউজ/এসএম/এমআর