নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: কনটেম্পোরারি থিয়েটার আর্টসের ‘অন্তসঙ্গ’ নাটকের প্রদর্শনী
রোববার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছে রাজশাহী নির্বাচন কমিশন অফিস।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহি যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এর মধ্যে ৩ জনের তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সুখবর দিলেন রাজ-শুভশ্রী
এই ৩ জনের মধ্যে ২ জনের তথ্য সঠিক ছিল না। একজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়।
মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার মনোনয়ন বাতিল হয়েছে। আমি বিষয়টি শুনেছি। আজ বা কাল আপিল করব।
সান নিউজ/এনজে