বিনোদন ডেস্ক: মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছর মার্চের শেষ দিকে পুত্রসন্তানের জন্ম দেন। মাহির ছেলেকে দেখতে মুখিয়ে ছিলেন তার ভক্তরা।
আরও পড়ুন: শিল্পা শেঠির বাড়িতে চুরি
অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন এ নায়িকা। মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে সন্তানের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘মাশাআল্লাহ, আমার কলিজাটা।’
ছেলের সঙ্গে এমন আদরমাখা ছবি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে।
তবে বেশ কিছু নেতিবাচক মন্তব্যও দেখা যায়। একজন লিখেছেন, ‘আপনার স্বামীর ছেলেই তো ফারিশ?’ আবার আরেকজন লিখেছেন, ‘আপনারা নিজেরা এত ফর্সা, আপনার ছেলে এত কালো কেন?’
আরও পড়ুন: আমারও কাউকে প্রয়োজন
প্রসঙ্গত, ২০২১ সালের গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
সান নিউজ/আর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            