বিনোদন ডেস্ক: গাছে উঠে জামরুল পাড়ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা যায়। ভিডিওটি অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
আরও পড়ুন: জুনে প্রকাশ হবে প্রতীকের 'বাক্সবন্দি'
ভিডিওতে দেখা যায়- রেলিং ঘেঁষে বেড়ে উঠেছে জামরুল গাছ। নিচে দাঁড়িয়ে কয়েকটি জামরুল পাড়েন মিমি। কিছুক্ষণ পর রেলিং বেয়ে উপরে উঠে জামরুল পাড়তে থাকেন।
ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন— ‘সর্বশেষ একটা ডে-অফ মিলেছে। দিনটা নিজের মতো করে কাটালাম।’
জনপ্রিয় অভিনেত্রীকে এমন সাধারণ রূপে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘দারুণ, আজকে বাচ্চা রূপটা দেখালে। খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এরকম ন্যাচারাল থাকুন।’ কেউ কেউ বলছেন, ‘গেছো মিমি।’
ক্যাপশনে মিমি চক্রবর্তী আরও জানান, লকডাউনের সময়ে জামরুল গাছটি লাগিয়েছিলেন তার বাবা। কয়েক বছরের মধ্যেই গাছটি এত বড় হয়ে গিয়েছে।
আরও পড়ুন: বড় জিনিসই আমার পছন্দ
প্রসঙ্গত, আগামী পূজায় মুক্তি পাবে মিমির পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল প্রমুখ। এটি পরিচালনা করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি।
সান নিউজ/আর