বিনোদন

আপিল বোর্ড মৃত: ক্ষিপ্ত জায়েদ খান

বিনোদন ডেস্ক: এবার ক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী জায়েদ খান। তিনি উল্টো আইনি নোটিশ পাঠিয়েছেন আপিল বোর্ড ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জায়েদ খান।

তিনি বলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে আপিল বোর্ড মৃত। একটি মেয়াদোত্তীর্ণ কমিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই।’

জায়েদ খান বলেন, ‘২৯ জানুয়ারি বিকেল পাঁচটার পর আপত্তি নিষ্পত্তি করেছে এবং নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে।’

তিনি আরও বলেন, ‘আপিল বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সোহান ভাই কীভাবে চিঠি পাঠান? নিয়মবহির্ভূতভাবে বিষয়টি নিয়ে তৎপরতা দেখানোয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে, আমাদের সঙ্গে আলাপ না করে আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়ায় সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে আইনি নোটিশ দিয়েছি।’

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্বাচনী জটিলতা নিরসনের নির্দেশনা দেয়া হয়েছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের আপিল বোর্ডকে। তাই শনিবার (৫ ফেব্রুয়ারি) একটি বৈঠক ডেকেছে আপিল বোর্ড। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে জায়েদ খানকেও। এ জন্য দেয়া হয়েছে চিঠি।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন ইলিয়াস কাঞ্চন, আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। টানা তিনবার একই পদে বিজয়ী হয়েছেন জায়েদ। কিন্তু এবার তিনি অনিয়ম করে নির্বাচনে জয়লাভ করেছেন বলে অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণের। জায়েদের বিরুদ্ধে কিছু প্রমাণও তিনি সামনে এনেছেন। যদিও জায়েদ খান সেগুলোকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এদিকে, আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকে নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মন্ত্রণালয়ের চিঠিতে চিত্রনায়িকা নিপুণ খুশি

এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের অর্ডারটা এভাবে এসেছে, আপনারা ব্যাপারটাকে আমলে নিয়ে আলোচনা করে তাদের উভয়পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আপিল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

বিশ্ব প্রবীণ দিবসে “বৃদ্ধাশ্রম/ প্রবীণ সেবা ঘর”

১ অক্টোবর ২০২৫ -এ উদ্বোধন হলো নতুন “বৃদ্ধাশ্রম/ প্রবীণ সেবা ঘর” ।...

বাগেরহাটের কলা

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

বিশ্ব প্রবীণ দিবসে “বৃদ্ধাশ্রম/ প্রবীণ সেবা ঘর”

১ অক্টোবর ২০২৫ -এ উদ্বোধন হলো নতুন “বৃদ্ধাশ্রম/ প্রবীণ সেবা ঘর” ।...

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা