বিনোদন

‘শকুনের সিনেমাটি আলাদা’

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র পরিচালক শকুন বাত্রার পরবর্তী ছবির লিডিং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে দীপিকা নীরবতা বজায় রাখার জন্য তার ভক্তদের আহ্বান জানিয়েছেন। কিছুটা রহস্যের ভঙ্গিতে অভিনেত্রী লিখেছেন, ‘চুপ...কাজ চলছে।’

তিনি তার ইস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেছেন। ইতোমধ্যেই তা ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায়, দীপিকা চেয়ারে বসে মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছেন। পরণে একটি হুডি এবং প্যান্ট। তার চুল বাঁধা। ফ্রেমে রয়েছেন পরিচালক শকুনও।

এদিকে উচ্ছ্বসিত ভক্তরা দীপিকার পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন বলেছেন, ‘দুর্দান্ত দেখাচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘হুডিসহ অসাধারণ লাগছে।’

অন্য আর এক ভক্ত লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’ আবার কেউ কেউ অতি উৎসাহের সঙ্গে দীপিকাকে দীপু সম্বোধন করে লিখেছেন, ‘দীপু ছবির নামটা তো বলে দাও। কত দিন আর শকুন বাত্রার পরবর্তী ছবি বলে চালাবে।’

শকুনের এই ছবিতে দীপিকার পাশাপাশি গাল্লি বয় খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডেকেও দেখা যাবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘এই প্রোজেক্টটি 'বেশ চ্যালেঞ্জিং' এবং এটিকে কোনোভাবেই লাইট সিনেমা বলা যায় না। এটি আর পাঁচটা বলিউড সিনেমার মতো একদমই হবে না। এতে এমন অনেককিছুই দেখানো হবে, যা বলিউড সিনেমায় বেশি দেখা যায় নি। ফিল্মি ভাষায় এটিকে 'ডোমেস্টিক নোয়ার' বলা হয়।’

তিনি বলেন, ‘আমি মনে করি না যে এটি এমন একটি ঘরানা, যার সঙ্গে আমরা খুব পরিচিত। কিন্তু একই সঙ্গে দর্শকরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। কারণ আমরা বিভিন্নভাবেই সেই ঘরানার সংস্পর্শে এসেছি, তা হলিউড চলচ্চিত্র বা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে হোক না কেন’।

উল্লেখ্য, দীপিকার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। যার মধ্যে রণবীর সিংয়ের অভিনীত এবং কবির খান পরিচালিত ‘৮৩’ রয়েছে। এছাড়া হাতে আছে ‘পাঠান’। এতে তাঁর সঙ্গে কাজ করতে দেখা যাবে সুপারস্টার শাহরুখ খানকে।

অন্যদিকে ‘ফাইটার’ সিনেমায় আরও এক সুপারস্টার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাধতে দেখা যাবে লাস্যময়ীকে। পাশাপাশি রামায়ণ, মহাভারতের মতো বিগ বাজেটের প্রজেক্টও হাতে রয়েছে দীপিকার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা