বিনোদন

নিজেকে ফিট রাখতে যা করছেন দীঘি!

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে পর্দায় আসছেন প্রার্থনা ফারদিন দীঘি। কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরবেন। কিন্তু করোনার কারণে থেমে গেছে বায়োপিকের কাজ। তবে থেমে থাকেননি দীঘি। এরই মধ্যে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা হিসেবে।

শিশুশিল্পী হিসেবে প্রায় ৩০টি সিনেমায় অভিনয়ের পর পড়াশোনার জন্য বিরতি নিয়েছিলেন দীঘি। ৮ বছরের বিরতি কাটিয়ে সম্প্রতি ফিরেছেন লাইট-ক্যামেরার সামনে। কামব্যাক প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে না নতুন কিছু। আসার পর খুব ফ্যামিলিয়ার লাগছে, ভালো লাগছে। মনে হচ্ছে আমি আগের জায়গায় ফিরে এসেছি।’

নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমাতে তার বিপরীতে আছেন নবাগত নায়ক শান্ত খান। শান্ত-দীঘি জুটি নিয়ে আশাবাদী এ অভিনেত্রী মনে করেন, ‘দর্শক একটি ফ্রেশ জুটি পেতে যাচ্ছে।’ এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছ-তুমি নেই’ সিনেমায়। নায়ক আসিফ ইমরোজের বিপরীতে এ সিনেমায় অভিনয় করবেন দীঘি। শিগগির সিনেমাটির চিত্রায়ণ শুরু হওয়ার কথা রয়েছে।

নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থনা ফারদিন দীঘি। লম্বা বিরতিতে থাকার কারণে বেড়েছে তার ওজন। তাই নিজেকে ফিট করার মিশনে নেমেছে সম্ভাবনাময়ী এ অভিনেত্রী। প্রতিদিন দুই ঘণ্টা জিমে সময় ব্যয় করেন দীঘি। জিমের পাশাপাশি ডায়েটও করছেন। কবে থেকে জিম শুরু করেছেন? জানতে চাইলে দীঘি বলেন, ‘জিম শুরু করেছি প্রায় দেড় মাস হলো। ব্যস্ততার মধ্যেও প্রতিদিন জিমে সময় দেই। এরই মধ্যে ৫ কেজি ওজন কমিয়েছি। আরও প্রায় ৩ কেজি কমানোর পরিকল্পনা আছে।’

আলাপকালে দীঘি তার খাদ্য তালিকা নিয়েও কথা বলেন। জানান, খাদ্য তালিকা থেকে কার্বনজাতীয় খাবার বাদ দিয়েছেন। খাচ্ছেন মুরগি, সিদ্ধ ডিম, ব্ল্যাক কফি, দুধ, ফলমূল, বাদাম, মাছ আর গ্রিন টি। দীঘি মনে করেন, চিন্তাভাবনা, মন, আত্মা বিশুদ্ধ তো মানুষ সুন্দর। তার ভাষায়, ‘আমার কাছে সৌন্দর্য মানে হলো আভ্যন্তরীণ সৌন্দর্য। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই তাদের মতো করে সুন্দর।’

কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনেতা সুব্রত এবং প্রয়াত অভিনেত্রী দোয়েল দম্পতির এ কন্যা মনে করেন, সেটে অভিনয় করতে করতেই বড় হয়েছেন তিনি। তাই অভিনেত্রী হয়েই অনেকটা পথ হাটতে চান দীঘি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

হিটস্ট্রোকে একদিনেই ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রা...

আইনি সেবায় মানবিকতাকেও স্থান দেয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: আইনি সেবা প্রদানকালে পুঁথিগত আইন প্রয়োগের...

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন কাল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড সফর শেষে আগামীকাল ব্যাংকক থেকে...

ডিপিএস এসটিএস স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ শিক্ষাবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা