বিনোদন

নিজেকে ফিট রাখতে যা করছেন দীঘি!

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে পর্দায় আসছেন প্রার্থনা ফারদিন দীঘি। কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরবেন। কিন্তু করোনার কারণে থেমে গেছে বায়োপিকের কাজ। তবে থেমে থাকেননি দীঘি। এরই মধ্যে একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা হিসেবে।

শিশুশিল্পী হিসেবে প্রায় ৩০টি সিনেমায় অভিনয়ের পর পড়াশোনার জন্য বিরতি নিয়েছিলেন দীঘি। ৮ বছরের বিরতি কাটিয়ে সম্প্রতি ফিরেছেন লাইট-ক্যামেরার সামনে। কামব্যাক প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে না নতুন কিছু। আসার পর খুব ফ্যামিলিয়ার লাগছে, ভালো লাগছে। মনে হচ্ছে আমি আগের জায়গায় ফিরে এসেছি।’

নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমাতে তার বিপরীতে আছেন নবাগত নায়ক শান্ত খান। শান্ত-দীঘি জুটি নিয়ে আশাবাদী এ অভিনেত্রী মনে করেন, ‘দর্শক একটি ফ্রেশ জুটি পেতে যাচ্ছে।’ এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছ-তুমি নেই’ সিনেমায়। নায়ক আসিফ ইমরোজের বিপরীতে এ সিনেমায় অভিনয় করবেন দীঘি। শিগগির সিনেমাটির চিত্রায়ণ শুরু হওয়ার কথা রয়েছে।

নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থনা ফারদিন দীঘি। লম্বা বিরতিতে থাকার কারণে বেড়েছে তার ওজন। তাই নিজেকে ফিট করার মিশনে নেমেছে সম্ভাবনাময়ী এ অভিনেত্রী। প্রতিদিন দুই ঘণ্টা জিমে সময় ব্যয় করেন দীঘি। জিমের পাশাপাশি ডায়েটও করছেন। কবে থেকে জিম শুরু করেছেন? জানতে চাইলে দীঘি বলেন, ‘জিম শুরু করেছি প্রায় দেড় মাস হলো। ব্যস্ততার মধ্যেও প্রতিদিন জিমে সময় দেই। এরই মধ্যে ৫ কেজি ওজন কমিয়েছি। আরও প্রায় ৩ কেজি কমানোর পরিকল্পনা আছে।’

আলাপকালে দীঘি তার খাদ্য তালিকা নিয়েও কথা বলেন। জানান, খাদ্য তালিকা থেকে কার্বনজাতীয় খাবার বাদ দিয়েছেন। খাচ্ছেন মুরগি, সিদ্ধ ডিম, ব্ল্যাক কফি, দুধ, ফলমূল, বাদাম, মাছ আর গ্রিন টি। দীঘি মনে করেন, চিন্তাভাবনা, মন, আত্মা বিশুদ্ধ তো মানুষ সুন্দর। তার ভাষায়, ‘আমার কাছে সৌন্দর্য মানে হলো আভ্যন্তরীণ সৌন্দর্য। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই তাদের মতো করে সুন্দর।’

কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে রুপালি পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনেতা সুব্রত এবং প্রয়াত অভিনেত্রী দোয়েল দম্পতির এ কন্যা মনে করেন, সেটে অভিনয় করতে করতেই বড় হয়েছেন তিনি। তাই অভিনেত্রী হয়েই অনেকটা পথ হাটতে চান দীঘি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

ভারতীয় ওষুধ নিয়ে নতুন উদ্বেগ, তিন কাশির সিরাপে ত্রুটি শনাক্ত করলো WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি ভারতের তিনটি কাশির সিরাপ নিয়ে গুরুতর সত...

২০২৬ হজযাত্রীদের জন্য ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৬ সালের হজ মৌসু...

বিচার ব্যবস্থায় নতুন যুগ, শুরু অনলাইন জামিননামা কার্যক্রম

হয়রানির অবসানে জামিন কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রযুক...

মিডিয়ার হাতে গোপনীয়তা খুন!

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন,...

কোরআন-সুন্নাহর শাসনই চূড়ান্ত লক্ষ্য: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা