ছবি: সংগৃহীত
বিনোদন

কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যে পলো খেলতে গিয়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

এর কয়েক ঘণ্টা আগেই এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন সঞ্জয় কাপুর। আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়া টুডেসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পলো ম্যাচ চলাকালীন ঘোড়ায় চড়ার সময় একটি মৌমাছি মুখে ঢুকে পড়ে সঞ্জয় কাপুরের। এতে তৎক্ষণাৎ শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাঠেই চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো যায়নি।

শিল্পপতি হিসেবে জনপ্রিয়তা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সঞ্জয় কাপুর। প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে বারও দাম্পত্যে সুখ খুঁজে না পেয়ে ২০০৩ সালে অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। কিন্তু শিগগিরই তাদের সম্পর্কের অবনতি ঘটে। ২০১৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি।

সঞ্জয় ও কারিশমার দুটি সন্তান রয়েছে, মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান। বিচ্ছেদের পরই মডেল প্রিয়া সচদেবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জয়। ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

উল্লেখ্য, ভারতের মোটরগাড়ি ব্যবসার অন্যতম অগ্রণী শিল্পপতি সঞ্জয় কাপুর। আন্তর্জাতিক অটো কম্পোনেন্ট কোম্পানি সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন তিনি। এ ছাড়া অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর সভাপতিও ছিলেন সঞ্জয়। তিনি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের সহ-সভাপতিত্বও করেছিলেন।

দেরাদুনের স্কুল থেকে পড়াশোনা ও পরে বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন সঞ্জয়। হার্ভার্ড বিজনেস স্কুলেও বিশেষ ম্যানেজমেন্ট কোর্স করেছিলেন তিনি। পোলো খেলা ছিল তার বিশেষ ভালোবাসার। সেই পোলো খেলার সময়ই এদিন ঘটে অঘটন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা