নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ফরম পূরণের টাকা জমা দিলেও এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না এক শিক্ষার্থীর। এ ঘটনায় প্রধান শিক্ষককের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা কাল
ভুক্তভোগী শিক্ষার্থী শিমু আক্তার ডিমলা খগা বড়বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে উপজেলার নিজ সুন্দরখাতা গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমি প্রধান শিক্ষককে ফরম পূরণের টাকা জমা দিয়েছি। এখন জানতে পারি আমার এসএসসি ফরম পূরণ হয়নি। ভুল করে আমার নামের আরেকজন ঝড়েপড়া শিক্ষার্থীর ফরম পূরণ হয়েছে। এখন প্রধান শিক্ষক আমাকে এক বছর অপেক্ষা করতে বলছেন।’
আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
ভুক্তোভোগীর পিতা রবিউল বলেন, প্রধান শিক্ষকের এ রকম অবহেলার কারণে আমার মেয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণ হয়নি। তিনি বলেন, ‘পরীক্ষা দিতে না পেরে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় এর দায়ভার কে নেবে’
এ বিষয়ে প্রধান শিক্ষক মারুফা আক্তারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
আরও পড়ুন: ৪ মাস পর সংশোধনী দিলো এনসিটিবি
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ঘটনার বিস্তারিত জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/আর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            