সান নিউজ ডেস্ক: দুই শতাধিক শিক্ষককে সম্মাননা দিয়েছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ইনস্ট্রাক্টরি। রাজধানীর একটি রেস্তোরাঁয় শুক্রবার (২৪ জুন) দেশের ৬৪ জেলা থেকে আসা এসব শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।
আরও পড়ুন: বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের তিন বছর পূর্তি উপলক্ষে শিক্ষকদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।
বলা হয়েছে, অনলাইন টিচিং মার্কেট প্লেস ও ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘ইনস্ট্রাক্টরি’ প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। এই প্ল্যাটফর্মে মূলত প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কোর্স করানো হয়। বর্তমানে ইনস্ট্রাক্টরিতে ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন, যারা বিভিন্ন বিষয়ে কোর্স করছেন।
ইনস্ট্রাক্টরির প্রতিষ্ঠাতা রিফাত এম হক জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে, বেকার সমস্যা সমাধানে ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে ইনস্ট্রাক্টরি ভূমিকা রাখছে। ২০২৫ সালের মধ্যে বিভিন্ন বিষয়ের বিভিন্ন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির প্রত্যেকটি টপিকের অনলাইন কোর্স ইনস্ট্রাক্টরিতে থাকবে।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            