শিক্ষা

ক্যামব্রিজ ইংলিশের সনদ পেলেন ২৯৪ শিক্ষার্থী

সান নিউজ ডেস্ক: ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ক্যামব্রিজ ইংলিশের সনদ পেয়েছেন ২৯৪ জন শিক্ষার্থী। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইংলিশ ও বাংলাদেশের এডুক্যান ইন্টারন্যাশনাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে

শনিবার (৪ জুন) বিকালে শাহবাগে জাতীয় যাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এ সনদ তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা পরিচালক জিম ও’নিল, ক্যামব্রিজ ইংলিশের দক্ষিণ এশিয়ার পরিচালক মানিষ পুরি, আয়োজক প্রতিষ্ঠান এডুক্যানের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা এবং শিক্ষা ও উন্নয়ন পরিচালক ড. জি এম নিজাম উদ্দিন।

আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতির কাণ্ড

রবার্ট চ্যাটারটন ডিকসন তার বক্তব্যে বলেন, ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের প্রধান ভাষা। আন্তর্জাতিক অঙ্গনে প্রাতিষ্ঠানিক, পেশাগত ও ব্যবসায়িক সাফল্যের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন। কেমব্রিজ ইংলিশ শিক্ষার্থীদের কম বয়সে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা করে এবং তার স্বীকৃতি দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যকে ত্বরান্বিত করছে।
ক্যামব্রিজ ইংলিশের পরীক্ষায় অসাধারণ সাফল্যে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন জিম ও’নীল।

মানিষ পুরি বলেন, বিশ্বের ১৩০টি দেশে ২,৮০০টি পরীক্ষা কেন্দ্র ও ৫০ হাজার প্রস্তুতি কেন্দ্রের মাধ্যমে কেমব্রিজ ইংলিশ প্রতিবছর ৫৫ লাখেরও বেশি শিক্ষার্থীকে যাচাই করে ইংরেজি ভাষা দক্ষতার বিভিন্ন রকমের সনদ প্রদান করে। ক্যামব্রিজ ইংলিশের এই দক্ষতা সনদ বিশ্বব্যাপী ২৫,০০০ এরও বেশি প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার দক্ষতার স্বীকৃত সনদ হিসেবে বিবেচিত হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা