শিক্ষা

প্রশাসনের নাম ভাঙ্গিয়ে জরিমানা আদায়

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে নিরাপত্তাকর্মীদের থেকে জরিমানা করে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। আদায়কৃত টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা না দিয়ে নিজেদের মতো করে ভাগ করে নিয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন: মাদারীপুরে ৬ শয্যার বিপরীতে ৪৫ রোগী

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ঝিনাইদহ আনসার সদস্যদের বিরুদ্ধে ক্যাম্পাসের অভ্যন্তরের কিছু গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ পরে বিষয়টি নিশ্চিত হয়ে আনসার সদস্যদের কাছ থেকে জরিমানা আদায় করেন বিশ্ববিদ্যালয়ের স্টেট শাখার কর্মকর্তারা।

এসময় ওই শাখার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেন শাবু তাদের কাছ থেকে চার হাজার টাকা জরিমানার কথা বলে নেন। এসময় তারা এ জরিমানা প্রশাসনের নির্দেশে নিচ্ছেন বলে জানান। তবে টাকা নেয়ার পর তাদেরকে কোন রশিদ বা লিখিত দেননি। এদিকে টাকা নেয়ার একদিন পর আনসার সদস্যদের কাছ থেকে মুচলেকাও নেয় তারা ৷ এসময় মুচলেকায় গাছ কেটে নেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অপরাধ, পরবর্তীতে আর করবেন না বলে জানান ঝিনাইদহ আনসার কমান্ডার তাহাজউদ্দীন ও সহ-কমান্ডার মজিদ।

তবে মুচলেকায় জরিমানার কোন বিষয় উল্লেখ ছিল না। লিখিত কোন কিছু ছাড়াই প্রশাসনের কথা বলে এই জরিমানা আদায় করেন স্টেট শাখার এই কর্মকর্তারা।

এদিকে টাকা নিয়ে সে টাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমা দেয়ার কথা থাকলেও প্রায় ১ মাস সময় গড়ালেও সে টাকা জমা দেয়া হয় নি বলে জানা গেছে৷ নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেয়ার কথা জানা গিয়েছে। এর আগেও স্টেট শাখার বিরুদ্ধে ওজন ছাড়াই ক্যাম্পাসের খড়ি বিক্রি করার অভিযোগ আছে ৷ যেখানে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ভালো হয়ে যাও মাসুদ

এবিষয়ে ঝিনাইদহ জেলা আনসার ক্যাম্পের প্রধান কমান্ডার (পিসি) তাহাজউদ্দীন আহমেদ বলেন, আমরা সাধারণত ক্যাম্পাসে কিছু মরে যাওয়া গাছ কেটে রান্নার কাজে ব্যবহার করেছিলাম। আমরা ভুল বুঝতে পেরে স্টেট শাখার সাথে কথা বলে ভবিষ্যতে এমন হবে না বলে জানিয়েছি। পরে তারা আমাদের কাছ থেকে শাস্তিস্বরূপ ৪ হাজার টাকা নিয়েছেন। সাথে মুচলেকাও নিয়েছেন। তবে টাকা জমা নেয়ার কোন রশিদ বা লিখিত দেননি তারা। রশিদ দিতে কয়েকদিন বললেও তারা রশিদ দেননি।

এবিষয়ে স্টেট শাখার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেন শাবু জানান, নির্দেশনা অনুযায়ী আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি। তবে সে টাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমা হয়েছে কিনা তা শাখা প্রধান জানেন। এবিষয়ে আমি কিছু বলতে পারিনা।

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে স্টেট শাখার প্রধান টিপু সুলতান বলেন, নাজমুল (শাবু) তাদেরকে টাকা নিয়ে লিখিত দেয়ার কথা ছিল। আচ্ছা আমি রোববারের মধ্যে বিষয়টি সমাধান করে নিব, বলে প্রতিবেদককে জানান টিপু।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের মূলহোতা অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (৩৫)–কে নির্মমভাবে হত্য...

জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়েছে, কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা