শিক্ষা

রাবির উপাচার্য নিয়োগের তথ্য ফাঁস 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে ৬ মে। চার মাস হতে চললেও বিশ্ববিদ্যালয়টিতে এখনো নিয়োগ হয়নি উপাচার্য। রুটিন দায়িত্বে উপাচার্য নিয়োগ দিয়ে কাজ চালালেও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলো করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে একের পর এক উপাচার্য পদের প্রার্থীদের তালিকা ফাঁস হয়ে হচ্ছে। কিন্তু পূরণ হচ্ছে না পদটি। যা নিয়ে বিব্রত হচ্ছেন প্রার্থীসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, যখনই কোনো প্রার্থীর নাম ফাঁস হচ্ছে, তখন সেই সব প্রার্থীদের বিরুদ্ধ কাদা ছোড়াছুড়ি চলছে। যার ফলে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগ দেয়ার জটিলতা আরও দীর্ঘ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রার্থীদের তালিকা ফাঁস হওয়া সরকারের জন্য যেমন বিব্রতকর, তেমনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য লজ্জার বিষয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের জন্য তিনজন প্রার্থীদের নাম শোনা যায়। এই তিনজন প্রার্থী হলেন- প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির ছাত্তার তাপু ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এসব নাম জানা গেছে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যেই সংবাদ প্রকাশিত হয়েছে। আর সংবাদ প্রকাশের পর এই প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি।

এর আগে, আরো তিন জন প্রার্থীর বিষয়ে গুঞ্জন শোনা যায়। সেই তিনজন প্রার্থী ছিলেন- ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রকিব আহমেদ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান সজল ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক জিন্নাত আরা বেগম।

তবে একের পর এক প্রার্থীদের তালিকা ফাঁস হলেও নিয়োগ দেয়া সম্ভব হয়নি উপাচার্য।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, যেহেতু উপাচার্য নিয়োগের বিষয়টি প্রথম পর্যায়ে গোপন থাকে, সে কারণে প্রার্থীদের তালিকা ফাঁস হওয়াটা সকলের জন্য বিব্রতকর। সরকারের উচিত আরো গোপনীয়তা রক্ষা করা।

এ বিষয়ে অন্য আরেকজন শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনের মাধ্যমে উপাচার্য নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। এ কারণেই মূলত জটিলতার সৃষ্টি হয়েছে। যদি সিনেট নির্বাচন করে প্যানেলের মাধ্যমে উপাচার্য নিয়োগ দেয়া হতো, তবে এই জটিলতা অনেকটাই কমে আসত।

এদিকে উপাচার্য প্যানেলের তালিকা ফাঁস হওয়াতে বিব্রত স্বয়ং উপাচার্য প্রার্থীরাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, উপাচার্য নিয়োগের আগেই যখন এভাবে আমাদের নাম প্রকাশ হচ্ছে, তখন আমাদের সকলের জন্যই এটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। যারা আমাদের পছন্দ করে না, তারা নানা রকম গল্প-কেচ্ছা আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, প্রার্থীদের তালিকা গোপন রাখতে না পারা সরকারের উচ্চ মহলের এক ধরনের ব্যর্থতাই বলতে হয়। দীর্ঘদিন উপাচার্য পদটি শূন্য থাকার কারণে বিশ্ববিদ্যালয়টির প্রয়োজনীয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে রয়েছে। কিছুদিন পর কোষাধ্যাক্ষ পদটিও শূন্য হতে যাচ্ছে। সব বিষয় বিবেচনা করে সরকারের উচিত গোপনীয়তা রক্ষা করে অতি দ্রুত উপাচার্য পদ পূরণ করা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের জন্মদিনে মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ...

মুন্সীগঞ্জ-১: মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তিন নেতার সমাবেশ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দা...

মুন্সীগঞ্জ শহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, হরতালের হুশিয়ারি

মুন্সীগঞ্জ পৌর এলাকার রাস্তা-ঘাট সংস্কারের দাবিতে...

ফের ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

গাজীপুরের বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার...

বিলুপ্তপ্রায় টকপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বসতবাড়ির পাশে প্রায়ই দেখা যায় টকপাতা। পাতা ও ফল টক স্বাদযুক্ত গাঢ় লাল বর্...

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা: সাদ্দাম

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেই ভাবেই জবাব দেবে। যদি ত...

ডাক্তারদের বেতন ‘অযৌক্তিক’: আমীর খসরু আন্ডার এমপ্লয়মেন্টের সংকট তুলে ধরলেন

দেশের স্বাস্থ্যখাতে ডাক্তারদের বেতন ও কর্মসংস্থান...

নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে টিকিট বিক্রিতে কাজ হবে না: তানিয়া রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর...

চকবাজার থানায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অভিযোগ

চট্টগ্রামের চকবাজার থানার এক পুলিশ কর্মকর্তা গলায়...

হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা