শিক্ষা

যুক্তরাষ্ট্রের কলেজে ৪২ কোটি টাকা দিলেন বাংলাদেশের মোস্তাফিজ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মোস্তাফিজ শাহ মোহামেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহ্যবাহী বার্ড কলেজকে ৪২ কোটি ৩৮ লাখ টাকা উপহার দিয়েছেন। বাংলাদেশী মোস্তাফিজ ১৭ বছর বয়সে বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে মার্কিন মুলুকে পাড়ি জমান। এই কলেজে পড়া-লেখা করার সুবাদে খুঁজে পান নতুন জীবনের দিশা।

মোস্তাফিজের ৯৭ ব্যাচের সহপাঠী অর্চনা শ্রীধর জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে উপহারের অর্থ গ্রহণ করেছে। ভারতীয় বংশোদ্ভূত অর্চনা বলেন, ‘আমাদের মাতৃস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষিণ এশিয়ার কোনও সহপাঠী এমন উপহার দিয়েছে, এটি ভাবতেই ভালো লাগছে।’কলেজ কর্তৃপক্ষ বলছে, এই অর্থ দিয়ে তারা নতুন শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করবেন।

বার্ড কলেজের প্রেসিডেন্ট লিওন বটস্টেইন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মোস্তাফিজের উপহার স্মরণীয় হয়ে থাকবে। আমাদের জন্য এটি অনুপ্রেরণার। আশা করছি তার এই উপহার অন্য সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসতে উৎসাহিত করবে।’

আমার ওপর বার্ডের গভীর প্রভাব আছে। আমি এই কলেজেরই প্রোডাক্ট, এভাবে নিজের শিক্ষাঙ্গনকে সম্মান জানিয়ে কলেজের বিবৃতিতে মোস্তাফিজ বলেছেন, ‘বার্ড শুধুমাত্র আমার ব্যক্তিগত এবং বৃদ্ধিবৃত্তিক উন্নতিতে সহায়তা করেনি, আমাদের সভ্যতার সর্বোত্তম মূল্যবোধগুলোরও প্রতিরূপ দিয়েছে।’

বার্ডকে সুপ্ত রত্ন আখ্যা দিয়ে মোস্তাফিজ বলেন, ‘এই প্রতিষ্ঠান সব সময় সময়ের চেয়ে এগিয়ে থাকে। প্রতিষ্ঠানটির বৃত্তির কারণেই আমি কিশোর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসতে সক্ষম হই।আমি বার্ডকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখতে চাই। নতুন অধ্যায়ের সঙ্গী হতে চাই।’

মোস্তাফিজ বাংলাদেশিদের কাছে অপরিচিত নাম হলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক খাতের স্বনামধন্য এক মুখ। আমুর ইকুইপমেন্ট ফাইন্যান্সের চেয়ারম্যান এবং সিইও। ব্যবসায়িক অর্থনৈতিক খাতে বিনিয়োগের লক্ষ্যে ২০০৮ সালে তিনি আমুর ক্যাপিটাল গ্রুপ নামের প্রাইভেট ইনভেস্টমেন্ট ফার্ম প্রতিষ্ঠা করেন।

এখান থেকে ২০১০ সালে আমুর ইকুইপমেন্ট ফাইন্যান্সে বিনিয়োগ করেন। ২০১৩ সালে বিনিয়োগের পরিধি বাড়ান। বার্ড কলেজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তার নাম আছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প...

 রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়...

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা...

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আজই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা