শিক্ষা

ইবিতে ৩ মাস ধরে কোষাধ্যক্ষ পদ শূন্য

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলতি বছরের গত ২১ আগস্ট ইংরেজি বিভাগের অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী উপাচার্যের মেয়াদ পূর্ণ করেন। একই সময় আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহার কোষাধ্যক্ষ পদে মেয়াদ শেষ হয়। এর ৪০দিনের মাথায় নতুন উপাচার্য নিয়োগ হলেও এখন পর্যন্ত শূন্য রয়েছে কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদটি।

উপাচার্য নির্বাহী ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক কাজ পরিচালনা করলেও কিছু কাজে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এদিকে কোষাধ্যক্ষ পদ পেতে নিয়োগ পেতে তদবির চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ডজন খানেক সিনিয়র শিক্ষক। এরমধ্যে আলোচনায় তিন জন অধ্যাপকের নাম বেশি শোনা যাচ্ছে।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আলোচিত তিন শিক্ষকের নাম ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে তালিকাভুক্ত হয়েছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আলোমগীর হোসেন ভূঁইয়া, একই বিভাগের অধ্যাপক মুঈদ রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক কাজী আখতার হোসেন।

এর মধ্যে অধ্যাপক আলোমগীর হোসেন এর আগে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ২০২০ সালে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত একাংশের কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে অধ্যাপক মুঈদ রহমান অর্থনীতি বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। বাসদ সমর্থিত অধ্যাপক মুঈদ রহমান শাপলা ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য হলেও বঙ্গবন্ধু পরিষদে যোগ দেননি।

আর অধ্যাপক কাজী আখতার হোসেন বর্তমানে শিক্ষক সমিতির সভাপতি ও শাপলা ফোরামের কার্যকরী কমিটির সদস্য পদে রয়েছেন। বঙ্গবন্ধু পরিষদের দুই কমিটিতে সহ-সভাপতি ও বর্তমানে নির্বাচিত কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পূর্বে বিভাগীয় সভাপতি ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন এবং বর্তমানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক কাজী আখতার হোসেন বলেন, শুনেছি তিন জনের মধ্যে আমার নাম আছে। সরকার কোনও দায়িত্ব দিলে অবশ্যই নিষ্ঠার সঙ্গে তা পালন করবো।

অধ্যাপক মুঈদ রহমান বলেন, একজন বলেছেন আমার নাম তালিকাভুক্ত হয়েছে। তবে এ বিষয়ে কিছু জানি না।

তবে অধ্যাপক আলমগীর হোসেনের মোবাইলফোনে একাধিকবার যোযাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অন্যদিকে কোষাধ্যক্ষ পদে নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এই তিন অধ্যাপক আলোচনায় থাকলেও অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক তপন কুমার জোদ্দার, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক মাহবুবুল আরেফিনসহ আরও কয়েকজন শিক্ষক তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কয়েকজন শিক্ষক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম বলেন, কোষাধ্যক্ষ একটি বড় পদ। নিয়োগ খুব জরুরি। পদটি শূন্য থাকায় দৈনিক অতিরিক্ত ৫০টির বেশি ফাইল স্বাক্ষর করতে হচ্ছে। দ্রুত এ পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/সবুজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

শেবাচিমে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন

স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে বরিশালে পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হচ্ছে। সংস্কা...

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ...

 এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প...

তরতর করে নামছে এনসিপির ইমেজ

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক দফা দাবিতে ২০...

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা