শিক্ষা

সান্ধ্যকোর্সে ভর্তি পরীক্ষা, জানেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত অনিয়মিত কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও তা মানছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ সিদ্ধান্তও লঙ্ঘন করেই নেয়া হচ্ছে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা।

শুক্রবার ( ২০ নভেম্বর) আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজে বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইন্সটিটিউটের সরাসরি ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও কর্তৃপক্ষকে না জানিয়েই সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। ভর্তি পরীক্ষা নেয়ার জন্য ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের চিঠি পাঠিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুহাম্মদ আবদুল মঈন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) কিছুই জানেন না বলে জানা গেছে।

করোনা ভাইরাসের কারণে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও শ্রেণিকক্ষের প্রত্যক্ষ শিখন-শিক্ষণ প্রক্রিয়া। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে যেসব বিভাগের অনার্স ও মাস্টার্সের স্বল্পসংখ্যক পরীক্ষা বাকি রয়েছে, সেগুলো নেয়ার অনুমতি দেয়া হলেও বিশ্ববিদ্যালয় খোলা না হলে নেয়া হবে না প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সব পরীক্ষা।

কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খোলা হবে সে বিষয়েও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রীহিত হয় নাই। এমতাবস্থায় মহামারীর মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএর (ইভিনিং) ভর্তি পরীক্ষা। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন, শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নানা সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সান্ধ্যকোর্স পরিচালনার সময়োপযোগী নীতিমালা করতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে একটি কমিটি করে দেয়।

কমিটিতে আরও ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ১৩টি অনুষদের ডিন ও দুটি ইন্সটিটিউটের (আইবিএ এবং শিক্ষা ও গবেষণা) পরিচালক।

এই কমিটিকে পরবর্তী ৫ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এ সময়ের মধ্যে নতুন করে বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি ও বিজ্ঞাপন বন্ধ রাখার এবং যেসব কোর্সে ভর্তির বিজ্ঞাপন হয়েছে সেগুলোর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত অমান্য করে ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে বিজনেস অনুষদের ডিন ড. মুহাম্মদ আবদুল মঈনের মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, প্রশাসনে অগোচরেই এই পরীক্ষা হচ্ছে। এই বিষয়ে আমরা জানি না। এখন করোনার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে সান্ধ্যকোর্সের জন্য নীতিমালা নির্ধারণ না হওয়া পর্যন্ত সান্ধ্যকোর্সে কোনো পরীক্ষা না নেয়ার ব্যাপারে নির্দেশনা আছে। এ বিষয়ে উপাচার্যই বলতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটি পুরনো পরীক্ষা কিনা ডিনের সঙ্গে কথা না বলে আমি বলতে পারব না। পরীক্ষার জন্য অনুমতি নেয়া হয়েছে কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমার তো এগুলো কিছুই মনে পড়ছে না। এটি কী পরীক্ষা সেটিও জানি না। ডিনের সঙ্গে কথা না বললে কিছু বুঝতে পারব না। ’

অনুমতি ছাড়া পরীক্ষা নেয়া হলে কোনও ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে ভিসি বলেন, ‘এটার আইনগত বা নীতিগত দিকটা কি দেখতে হবে। সেখানে কাদের পরীক্ষা সেটির ডকুমেন্ট না দেখলে বা ডিনের সঙ্গে কথা না বললে পুরাটা বোঝা যাবে না। আগেই মন্তব্য করা ঠিক হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে কালবৈশাখীর আঘাত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এ বছ...

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভোলায় কর্মসূচি 

ভোলা প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন...

ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ৫ বছর পর ইউরোপ...

উপজেলা ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল...

সাজেকে গুলিতে আহত শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার সাজেকে আঞ্চলিক ২ সন্ত্রাসী...

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামি পোপের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইও...

উদ্ভাবনী শক্তির বিকাশে ইবিতে প্রদর্শনীর আয়োজন

নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা