বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন, বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তারা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ শিক্ষক-নেতৃবৃন্দ ও আন্দোলনকারীদের উপস্থিতিতে পরিপূর্ণ; হাতে জাতীয় পতাকা ও দাবি-লেখা প্ল্যাকার্ড। অনেক শিক্ষক রাত জাগরণ করে দায়িত্বপ্রার্থী হয়ে দাঁড়িয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিদাতা জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেন, “বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড হবে। সারাদেশের শিক্ষক-কর্মচারীরা একযোগে অংশ নিন।” তারা বলেন, আন্দোলন আরও এগিয়ে যাবে কারণ এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
শিক্ষকরা দাবি করেন যে, দীর্ঘ সময় ধরে তারা শিক্ষা জাতীয়করণ, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ন্যায্য অধিকার দাবি করে আসছেন; কিন্তু সাড়া না পেয়ে তারা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাজধানীতে শতাধিক শিক্ষক শহীদ মিনারে অবস্থান করছেন, তাদের অনেকেই বলছেন ন্যায্য দাবি না আদায় হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না।
সারাদেশে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না; বরং আঙিনা-লাউঞ্জে অবস্থান করছেন। গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে; তার পর থেকেই পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি চলছে। আন্দোলনকারীরা জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও জোরদার হবে।
সাননিউজ/এও