ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই পরিচয় দেয়া এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম পলাশ (৩৫)। তিনি জেলার পীরগঞ্জ উপজেলার ভাকুয়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জেলার রাণীশংকৈল উপজেলার পাটাগড়া গ্রামের লুৎফর রহমান একটি ধর্ষণ মামলায় আসামি হয়। এর কিছুদিন পর পলাশের সঙ্গে লুৎফরের পরিচয় হয়।
তখন পলাশ নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয় দেয়। তিনি লুৎফরের নামটি মামলার চার্জশীট থেকে বাদ দেয়ার কথা বলে প্রায় ২০-২৫ দিন আগে ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। বৃহস্পতিবার লুৎফরের মামলার হাজিরা তারিখ পড়লে তিনি আদালতে এসে মামলার হাজিরা দেয়।
পরে কৌশলে আরও ৫০ হাজার টাকা দেয়ার কথা বলে শহরের মুন্সিপাড়া এলাকায় পলাশকে ডেকে নিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে পলাশকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃত পলাশের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সান নিউজ/এনজে