অপরাধ

ডিবিসির বিরুদ্ধে ৮৫ কোটি টাকার মামলা 

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের মালিক কোম্পানি ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের বিরুদ্ধে ৮৫ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

মৌরিশিয়ান উদ্যোক্তা ফায়ারমাউন্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিল কোহলির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলাটি করেন প্রতিষ্ঠানটির আইনী পরামর্শক ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার সাকিব মাহবুব।

রোববার (২৯ আগস্ট) বেঞ্চমার্ক পাবলিক রিলেশনস লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৭ জুন ২০২১ তারিখে, ডিবিসি নিউজ “মৌরিশাসে কী হচ্ছে বাংলাদেশি নারী কর্মীদের সাথে!” শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন সম্প্রচার করে। এই সংবাদে এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে অনিল কোহলি ও আরো ৩ বাংলাদেশী নাগরিককে। ২২ জুন ২০২১ তারিখে, ডিবিসি তাদের ইংরেজি বুলেটিনে খবরটি পুনরায় ইংরেজিতে সম্প্রচার করে এবং পরবর্তীতে তাদের ইউটিউব চ্যানেলে ‘হোয়াট ইজ হ্যাপেনিং ইন মৌরিশাস উইথ বাংলাদেশি উইমেন ওয়ার্কার্স?’ শিরোনামে এবং ফেসবুক পেজ “dbcnews.tv” থেকে একই শিরোনামে ভিডিওটি আপলোড করে।

এর আগে সংবাদটিকে অসত্য উল্লেখ করে সব প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনটি সরিয়ে নিতে ৩০ জুন ২০২১ তারিখে ডিবিসি নিউজকে ফায়ারমাউন্ট টেক্সটাইলস লিমিটেডের পক্ষ থেকে একটি আইনি নোটিশ দেয়া হয়। ডিবিসি নিউজ কর্তৃপক্ষ এর জবাব না দেয়ায় এ মামলা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিবিসি নিউজের এডিটর ইন-চিফ ও সিইও এম মঞ্জুরুল ইসলাম বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতেই সংবাদটি প্রচার করা হয়েছে। আমাদের কাছে পুলিশের জিডির কপি এবং ভুক্তভোগীর সাক্ষাৎকার আছে। ভুক্তভোগী এখনও বাংলাদেশে আছেন। ভুক্তভোগীর পক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকেও বিবৃতি প্রদান করা হয়েছে। ফায়ারমাউন্ট টেক্সটাইলসের পক্ষ থেকে পাঠানো উকিল নোটিশে সংবাদ সরিয়ে আমাদেরকে দু:খ প্রকাশ করার কথা বলা হয়েছিল। সমস্ত তথ্য প্রমাণ থাকার পরেও আমরা তা কেন করবো? বরং এরকম একজন নারীর পক্ষে আমাদের রিপোর্টার দাঁড়িয়েছেন এটা আমাদের জন্য গৌরবের।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো কাগজপত্র আমাদের হাতে আসেনি। হাতে এলে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা