নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীর আদর্শনগর এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ মোসা. লাভলী ওরফে লাবণীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গাঁজাসহ গ্রেফতার ৩
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান , মোসা. লাভলী ওরফে লাবণী দীর্ঘদিন ধরেই রাজধানীর পল্লবীসহ তার আসে পাসের বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, হেরোইন ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলো। এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সোমবার তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বিরুদ্ধে পল্লবী থানায় ১টি হত্যাচেষ্টা ও ৪টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমএইচ