সংগৃহীত ছবি
অপরাধ

সীমান্তে গাঁজাসহ আটক ১

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মী নারায়নপুর ধলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিব (৩৫) নামে ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প কমান্ডার মো. এনামুল হক।

আরও পড়ুন: রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২

এর আগে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় মাদকবিরোধী এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি, গাংনী উপজেলার লক্ষ্মী নারায়নপুর ধলা গ্রামের মো. আক্তারুল ইসলামের ছেলে।

র‌্যাব ১২ এর মেহেরপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বলেন, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রাকিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির বিভিন্ন রুমে, উঠানে ও অন্যান্য স্থান থেকে মোট ২৬টি প্যাকেটে মোড়ানো গাঁজার প্যাকেট পাওয়া যায়। এছাড়াও তার ঘর থেকে দেশীয় তৈরি ২টি ধারালো হাসুয়া পাওয়া যায়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।

আরও পড়ুন: নোয়াখালীতে ১ মাদক কারবারি আটক

তিনি আরও বলেন, আমাদের কাছে খবর এসেছিলো যে ভারতীয় সীমান্তের কাটাতার পার হয়ে গাঁজার একটি বড় চালান বাংলাদেশ সীমান্তের লক্ষ্মী নারায়পুর ধলা গ্রামের রাকিবের বাড়িতে মজুত করা হয়েছে। সেখান থেকে এ চালানটি তাদের বহনকারীদের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হবে। এই বড় চালানের সাথে অনেক রাঘব-বোয়াল জড়িত আছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনি বলা যাচ্ছে না। এই চালানের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাবের টিম কাজ শুরু করেছে। এই গাঁজা উদ্ধারের পরে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা