নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ নুর আলম ও মোঃ মেহেদী হাসান মোল্লা নামের ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ।
শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টায় এই অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
এই অভিযানের নেতৃত্ব দেওয়া বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ পিপিএম জানান, শনিবার মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন একটি গোপন তথ্য আসে কতিপয় কিছু মাদক কারবারি ফকিরাপুল এলাকায় মাদক নিয়ে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে সাথের ফোর্সসহ ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে রাত সাড়ে ৮ টায় ১০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে তারা এই সব গাঁজা সংগ্রহ করে অজ্ঞাত কিছু ব্যক্তির নিকট বিক্রির জন্য অবস্থান করছিলেন।
আরও পড়ুন: ট্রেনে মিলল বিপুল কোকেন
তিনি জানান, এ সময় পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, গ্রেফতারকৃত নুর আলমের নামে রাজধানীর গেন্ডারিয়া থানায় মাদকের ১টি মামলা রয়েছে। এরপরে মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলায় ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এমএইচ