ছবি: সংগৃহীত
সারাদেশ
পাটুরিয়ায় ফেরিডুবি

৩৬ ঘণ্টা পরও নিখোঁজ ইঞ্জিন মাস্টার

জেলা প্রতিনিধি: ৯ টি ট্রাক নিয়ে পাটুরিয়া ফেরিঘাটের কাছে ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ৩৬ ঘণ্টা পার হলেও ফেরিটির দ্বিতীয় মাস্টার (যন্ত্রচালক) এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: রেলকে দুর্নীতিমুক্ত করবো

ফেরিতে থাকা অন্য কর্মকর্তা-কর্মচারীরা পাড়ে ফিরলেও নিখোঁজ আছেন হুমায়ুন কবিরের (৩৯)। এছাড়া ফেরিতে থাকা আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই ট্রাকের চলক ও হেলপার।

নিখোঁজ হুমায়ুন কবিরের বাড়ি পিরোজপুরে। তার স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে চাকরি শুরু করেন। ৭ মাস আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিতে যোগ দেন এবং বিআইডব্লিউটিসি ওয়াকার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির দক্ষিণ শাখার সভাপতি ছিলেন।

আরও পড়ুন: রাতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালালউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ফেরির সবাইকে আত্মরক্ষার জন্য সবাইকে সজাগ করলেও নিজেকে রক্ষা করতে পারেননি হুমায়ন। ফেরিটি ডুবে যাওয়ার সময় কোনো কিছুর চাপায় হয়তো তিনি নিচে মধ্যে আটকে গেছেন।

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন ভুঁইয়া ৩৬ ঘণ্টায়ও তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি

এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধারের কাজ গতকাল রাত ১০ টার দিকে স্থগিত করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) ২ টি ও বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ জানান, ফেরিটি ডুবে যাওয়ার ৩১ ঘণ্টা পর গতকাল বিকেল ৩ টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম মাল বোঝাই ট্রাকটিকে উপরে তুলে নিয়ে আসে।

এছাড়া এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এ দুর্ঘটনার অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকাল সোয়া ৮ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯ টি যানবাহন নিয়ে ডুবে যায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়, নিখোঁজ রয়েছেন হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা