নিজস্ব প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলায় সাপের কামড়ে বিল্লাল বেপারী (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: জলদস্যুর গুলিতে আহত জেলের মৃত্যু
রোববার (১ অক্টোবর) রাতে ফরিদপুর শহীদ ওহাবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিল্লাল শহীদ ওহাবপুর ইউনিয়নের আবদুল বেপারীর ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
শহীদ ওহাবপুর ইউপির ২নং ওয়ার্ড সদস্য আক্তার হোসেন জানান, এ দিন বিকেলে বিল্লাল বেপারীসহ ২ জন মাঠে কাজ করছিলেন। ধান খেতের আইল পরিষ্কার করার সময় বিল্লালের পায়ে বিষধর সাপে কামড় দেয়।
তখন তিনি চিৎকার করলে অন্যজন এসে পায়ে ডোর বেঁধে স্থানীয়দের সহায়তায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সান নিউজ/এমএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            