জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়ার শালবন এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
আরও পড়ুন: রায়পুরে শেখ রাসেল স্মার্ট লাইব্রেরি উদ্বোধন
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেল লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় বা হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রেলওয়ে থানায় এ ঘটনায়
একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সান নিউজ/এএ