কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ইউনিয়নবাসীর জন্য নিজস্ব অর্থায়নে অ্যাম্বুল্যান্স উপহার দিয়েছেন তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান।
আরও পড়ুন : যথাসময়ে নির্বাচন হবে
শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ফ্রি সার্ভিস অ্যাম্বুল্যান্সটির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
উদ্বোধন শেষে তবকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবিদ বিন হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, দপ্তর সম্পাদক শাহিনুর আলমগীর প্রমূখ। এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : টেক্সাসে টর্নেডোর আঘাতে নিহত ৩
তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ইউপি নির্বাচনের সময় আমি জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুয়ায়ী সাধ্যমতে একটি অ্যাম্বুল্যান্স দিতে পেরেছি। আশা করি আমার ইউনিয়নের অসহায় দুস্থরা উপকৃত হবেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            