সারাদেশ

পুনাকের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : মুসলিম ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এতিম, অসহায় মানুষদের মাঝে পুনাকের ঈদ সামগ্রী বিতরণ করা হয় ৷

আরও পড়ুন : নির্বাচনে পর্যবেক্ষকদের স্বাগত জানাবো

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা পুনাক আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণে জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী মাহবুবা আক্তারের সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন পুলিশ সুপার, গাইবান্ধা ৷

এ সময় গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, পুলিশ সব সময় অসহায় জনগণের জন্য কাজ করে। পুনাকের সহযোগিতায় আজ অসহায়, দুস্থ, গরীব মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও বেশী পরিমান মানুষকে এই ঈদ উপহার দেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি পুনাকও এখন জনগণের জন্য কাজ করছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রীর মৃত্যু

গাইবান্ধা পুনাক সভানেত্রী এসপি পত্নী মাহাবুবা আক্তার বলেন, পুলিশ জনগণের বন্ধু, সকল বিপদ আপদে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকে। বর্তমানে জেলা পুলিশের সঙ্গে পুনাকও কাজ করছে। সে ধারাবাহিকতা রক্ষায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী দিচ্ছে পুনাক। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে সরাসরি পুলিশ লাইন্সে এসে বলবেন। দ্রুত সময়ের মধ্যে সে সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জেলা পুলিশের অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার অন্যান্য সদস্যবৃন্দ ৷

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা