সারাদেশ

রমজানে ভোলায় বাজার মনিটরিং  

ভোলা (প্রতিনিধি) : পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোলা পুলিশ সুপারের উদ্যেগে বাজার মনিটরিং করা হয়েছে ।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৫ মার্চ) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে শহরের চক বাজার,কাচাঁ বাজার,কিচেন মার্কেট সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এসময় তিনি কাচাঁ বাজার থেকে শুরু করে তরমুজের দাম,ডিম,মুরগীর বাজার, মাসেংর বাজার, মাছের বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় বাজারের সকল ব্যবসায়ীকে পন্যের তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি না করার নির্দেশ প্রদান করেন।

পুলিশের পক্ষে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। রমজানের প্রথম থেকে বাজার নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। তাই পুলিশের পক্ষে থেকে বাজার নিয়ন্ত্রন রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

ভোলা পুলিশ সুপার কার্যলয় সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার ভিড় থাকে। রোজা প্রথম থেকেই সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সকলেই বাজার করতে এসেছেন। রমজানে বিশ্বের অন্য মুসলিম দেশগুলোতে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশে প্রতি বছরই এর উল্টোটি হয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট অহেতুক নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়।

এরই ধারাবাহিকতায় মানুষের যাতে কষ্ট না হয়; তার জন্য ভোলা পুলিশ সুপারের উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়েছে। এসময় প্রতিটি দোকানে তাদের পন্যের দাম জুলিয়ে রাখা জন্য বলা হয়।

সাধারন ক্রেতারা জানান, প্রায় সব জিনিসেরই মূল্য ঊর্ধ্বগতি। বাজার মনিটরিংকে তারাও স্বাগত জানিয়েছে। রমজানে বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম । তিনি বলেন,রমজানে মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুদ করে অতিরিক্ত দামে পন্য বিক্রি না করে,সেজন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।কেউ অযথা নিত্যপণ্য দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আরও পড়ুন: আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,রিপন চন্দ্র সরকার, ভোলা জেলা ডিআইও-১ মীর খাইরুল কবীর,ভোলা থানার অফিসার ইনচার্জ মো: শাহীন ফকির,ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল গনি প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা