সংগৃহীত
সারাদেশ

জবি শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৮ 

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ‘স্বপ্নপুরী’ বিনোদন কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক নারীসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন : শপথ নিলেন নেপালের নতুন প্রেসিডেন্ট

রোববার (১২ মার্চ) রাতে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)।

মামলার সূত্রে জানা যায়, রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থীসহ ১২ জন শিক্ষক-কর্মচারীর একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। খনি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তারা বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে যান।

আরও পড়ুন : মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

এ সময় কয়েকজন শিক্ষার্থী ঘোড়া রাইডে ওঠেন। পরে রাইড থেকে নামার সময় শিক্ষার্থী বিনয় চন্দ্র একটি ব্যাগ ভুলবশত ফেলে আসেন। পরে ওই ব্যাগ ফেরত নিতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারী উত্ত্যক্ত করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।

হামলায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ৫জনের অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন : নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় গতকাল রোববার রাতেই আটজনের নাম উল্লেখসহ নাম না জানা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী।

তিনি আরও বলেন, মামলা পেয়ে এক নারীসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা