অর্ধশতাধিক রোহিঙ্গা সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ডে সক্রিয়
সারাদেশ

অর্ধশতাধিক রোহিঙ্গা সন্ত্রাসী সক্রিয়

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : বিভিন্ন অপরাধে জড়িয়ে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। ইয়াবা,মাদক সহ নানান অপরাধমূলক কর্মকান্ড এখন কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসীদের দখলে। সাধারণ রোহিঙ্গারা এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে ভোগ করতে হয় কঠিন পরিণতি। তাই ভয়ে কেউ মূখ খুলতে সাহস পায়না।

আরও পড়ুন : পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে

সম্প্রতি উখিয়া বিভিন্ন ক্যাম্প ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। কয়েক রোহিঙ্গা নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় অনেকে এখন বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। বিশেষ করে এসব কাজে জড়িত রয়েছে ক্যাম্পে অর্ধশতাধিক রোহিঙ্গা। তাদের প্রত্যেকের আবার একেককটি গ্রুপ রয়েছে, যেসব গ্রুপে কয়েক’শ রোহিঙ্গা সম্পৃক্ত আছে।

ক্যাম্পে যত অপরাধ কর্মকান্ড সংঘটিত হয়েছে তৎমধ্যে শীর্ষ আরসা কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি অন্যতম ৷ তার ভাই মোঃ শাহ আলী ১৬ জানুয়ারী এপিবিএন পুলিশের হাতে মাদক ও অস্ত্রসহ আটক হয়ে বর্তমানে জেলে আছেন৷ তাদের অবর্তমানে যারা মাদক, ইযাবা, স্বর্ণ, অস্ত্র, চাঁদাবাজী, নৈরাজ্যসহ বিভিন্ন অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে থাকেন তারা হলেন, কুতুপালং ১ডাব্লিউ ক্যাম্পে মোস্তফা, ক্যাম্প ৮ ডাব্লিউ’র হাফেজ আইয়ুব, ক্যাম্প ২ ডাব্লিউ’র মোঃ রফিক, ক্যাম্প ১ ই শফি আলম, ক্যাম্প ১ ডাব্লিউ’র জাহেদ হোসেন প্রকাশ লালু, ইয়াবা ডিলার খ্যাত মোঃ সিরাজ, ক্যাম্প ১৩ এর মৌলভী মোস্তফা, ক্যাম্প ৮ ডাব্লিউ’র ফয়েজুল কবির প্রকাশ আবু আনাস, আইয়ুব খান প্রকাশ প্রকাশ বদিউজ্জামা, ক্যাম্প ২ ডাব্লিউ’র নুরুল আমিন, হাফেজ রফিক, মৌলভী আমির হোসেন, ছৈয়দ আলম, হেড মাঝি দিদার, ক্যাম্প ১ ডাব্লিউর আব্দুর রহিম, ক্যাম্প ৬ এর কেফায়েত উল্লাহ প্রকাশ আব্দুর রহিম, নুর কামাল প্রকাশ ছমি উদ্দিন, ক্যাম্প ৮ ডাব্লিউ’র আবু বক্কর, ক্যাম্প ১ ই ফরিজুল্লাহ, ক্যাম্প ১২ এর লাল মোহাম্মদ, রহিম উল্লাহ, প্রকাশ মুছা, সো-হালী, ক্যাম্প ১১এর হামিদ হোসেন, ক্যাম্প ৯ এর মৌলভী সালেহ প্রকাশ আবু জোনাইদ, হামজা রশিদ, ক্যাম্প ৩এর হাফেজ মোহাম্মদ আলম, খাইরুল আমিন, ক্যাম্প ১ ই আব্দুর রহমান, ক্যাম্প ৮ ডাব্লিউ’র ফয়েজুল ইসলাম প্রকাশ আবু আহমদ, ক্যাম্প ১৪এর রেজুয়ান, রোহিঙ্গা নেতা আবুল কালাম হায়ছারী, মৌলভী মোস্তফা, বালুখালী ক্যাম্পে আবু বক্কর, মানুর মাঝি।

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

তাদের সাথে যোগসাজশ রয়েছে তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ ও মৌলভী আরফা আহমদ এর। এই দুই জনের মাধ্যমে মিয়ানমার থেকে মাদক, স্বর্ণ, অস্ত্র নিয়ে এসে প্রথমে শূণ্য রেখার ক্যাম্পে মজুদ করে। পরবর্তীতে সুযোগ বুঝে ক্যাম্পে ঢুকে পড়ে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ।

অথচ প্রকৃত অপরাধীরা তাদের অপরাধ আড়াল করতে গত ৩০ এপ্রিল একাধিক গণমাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে হাজার কোটি টাকার অস্ত্র আনছে বলে যে সংবাদটি প্রচার করেছে এবং সেখানে মুন্নাসহ যাদের নাম উল্লেখ করেছে তা ভিত্তিহীন। তাছাড়া উক্ত সংবাদে যেসমস্ত নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং আইপি টিভির কথা বলা হয়েছে তারও কোন সত্যতা নেই।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ জগত নিয়ন্ত্রণ সিন্ডিকেটের কয়েকজন ইতিমধ্যে সরকারি বিভিন্ন বাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে জেলে আছেন, তৎমধ্যে রোহিঙ্গা নেতা মাষ্টার মুহিবুল্লাহকে হত্যার জন্য ফতোয়া দেওয়া রোহিঙ্গাদের কথিত উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার ওলামা কাউন্সিলের প্রধান মৌলভী জাকারিয়া, জিয়াবুর রহমান, মৌলভী আনাস, সেরু মাঝি, একেরাম।

কিছু দিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে আবারো পুরোদমে মাদকসহ নানান অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন আরসা নেতা সোলাইমান, ক্বারী মুহিববুল্লাহ, রহিম উল্লাহ এবং ছানা উল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পে যত অপরাধ কর্মকান্ড সংঘটিত হচ্ছে এদের হাত ধরেই। সাধারণ রোহিঙ্গাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এদের নিয়ন্ত্রণ করা না হলে কঠিন পরিস্থিতির সম্মূখীন হতে হবে ক্যাম্প প্রশাসনকে।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলারনিয়ন্ত্রণে নিয়োজিত ১৪ এপিবিএন’র অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এপিবিএন কাজ করছে। পাশাপাশি ইয়াবা ও মাদক উদ্ধারে এপিবিএ’র অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা