নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা উপকূলে জেলের জালে ৯০টি সামুদ্রিক লাল কোরাল ধরা পড়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাছগুলো ঘাটে তুললে তিন লাখ টাকায় তা বিক্রি হয়।
জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল ও নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান আবদুল করিম। তার জালেই ৯০টি লাল কোরাল ধরা পড়ে। পরে স্থানীয় এক মাছ ব্যবসায়ী তিন লাখ টাকায় লাল কোরালগুলো কিনে নেন।
উল্লিখিত, গত এক সপ্তাহ আগে সেন্টমার্টিনে এক জেলের জালে ২০৪টি লাল কোরাল ধরা পড়েছিলো। ছয় লাখ টাকায় তা বিক্রি হয়।
সান নিউজ/ এমবি