নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলপুরে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে ৩ জন আহত হয়েছেন। ফুলপুরস্থ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার (১১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আলু সাপ্লাই দিতে আলুভর্তি ট্রাকটি বিক্রমপুর থেকে ছেড়ে আসে। ট্রাকের চালক ঘুমন্ত চোখে নিয়ন্ত্রণ হারিয়ে আলুভর্তি ট্রাকটি নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটস্থ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, ট্রাকটি খোলা জায়গায় খাদে পড়েছে। কোন খুঁটির সাথে আঘাতপ্রাপ্ত হয়নি। ফলে চালক, হেলপার ও কর্মচারীদের কেউই গুরুতর আহত হননি।
ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। এখন খাদ থেকে ট্রাকটি উঠানোর চেষ্টা চলছে।
সান নিউজ/এমএইচ