রাজবাড়ী প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
প্রাথমিক অবস্থায় জানা গেছে নিহতদের মধ্যে ৩ জন নারী এবং ২ জন পুরুষ । নিহত পুরুষ দুজনের নাম মোস্তফা এবং রিফাত। রিফাত একজন শিক্ষার্থী। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুশিল সুত্রে জানা যায়, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের দিকে যাবার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক। বাসটি আটক করা হয়েছে।
সান নিউজ/সালি