সারাদেশ

 আম্পানঃ এক কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের প্রায় এক কোটি গ্রাহকের। বড় বড় গাছ উপড়ে পড়ে আছে বিদ্যুতের তারের উপর। আবার কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে আছে।

সারারাতের ঝড়বৃষ্টির কারণে মেরামতের তেমন সুযোগ না থাকায়, ঝড় থামার সাথে সাথেই মেরামতের কাজে নেমেছে বিতরণ সংস্থার লোকেরা। কিছু কিছু অঞ্চলে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

এদিকে পল্লি বিদ্যুৎ বোর্ড বলছে, ‘আম্পানে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে পল্লি বিদ্যুৎ কারণ আমাদের গ্রাহক সংখ্যা অন্যদের থেকে অনেক বেশি। উপকূলের অধিকাংশ জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভোর থেকেই মেরামতের কাজ শুরু করেছে আমাদের কর্মীরা।’ তিনি আরো জানান, দুই কোটি ৮৫ লাখ গ্রাহকের মধ্যে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

গ্রাহকদের মধ্যে ঢাকার আশপাশ ছাড়া সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যশোর, খুলনা, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার বেল্টে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। খোঁজ নিয়ে জানা যায় বিদ্যুতের খুঁটি ভেঙেছে প্রায় ২০০ এর মতো। অসংখ্য বিদ্যুতের তার ছিঁড়ে গেছে গাছ পড়ে। দুপুরের মধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ( পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, ‘আমাদের গ্রিডে এখন বিদ্যুৎ আছে। কিন্তু বিতরণ লাইনের সমস্যার কারণে ভোলা থেকে সুন্দরবন এলাকায় বিদ্যুৎ নিতে পারছে না। আমাদের এখন একমাত্র সমস্যা কুষ্টিয়াতে। সেখানে জেলা শহরসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ নেই। ভেড়ামারা থেকে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবারহের চেষ্টা চলছে।’

অন্যদিকে উপকুলীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এর ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন জানান, ‘সারারাত ঝড়ের কারণে ফিডারগুলো একটা পর্যায়ে এক এক করে সব বন্ধ হয়ে যায়। কয়েকটি গ্রিডও বন্ধ হয়ে গিয়েছিল।’ তিনি আরো বলেন, বর্তমানে তাদের প্রায় ১২ লাখ গ্রাহকই ক্ষতিগ্রস্ত। তবে রাতের মধ্যে বেশিরভাগ এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে তিনি জানান।

অপরপক্ষে পিডিবিরও বেশ কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাও সকাল থেকে কাজ শুরু করেছে। আজ রাতের মধ্যে সরবরাহ ঠিক হবে বলে তারা আশা করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন

জুলাই অভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কারের দাবি ওঠার পর সরকার বেশ কিছু সংস্কার...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন সময়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শ...

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা