নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এ সময় জেলার সাতটি উপজেলায় ৩০৯ নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৩ জন। শনাক্তের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ।
এদিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে চলতি মাসের ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত করোনা ও উপসর্গে মারা গেছেন ২৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮ ও উপসর্গে ৯ জন রয়েছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ২টার দিকে মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এক দিনে জেলার সাতটি উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৩ জন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ৪৬ জন, সাটুরিয়ায় ৩৫ জন, দৌলতপুরে তিনজন, ঘিওরে ২১ জন, শিবালয়ে ২৩ জন, হরিরামপুরে ১৪ জন এবং সিংগাইরে ৬১ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৩৫৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯০ জন। করোনায় মারা গেছেন মোট ১০৯ জন এবং গত ২৪ ঘণ্টায় ৩৩৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, এক দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। চার দিনে এই হাসপাতালে করোনা ও উপসর্গে মারা গেছেন ২৭ জন।
সান নিউজ/এসএ