সারাদেশ

দুর্গম এলাকায় টিকা ১০ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: দেশের পাহাড়ি জেলা রাঙামাটির দুর্গম এলাকায় বসবাসরত বাসিন্দারা চলতি মাসের ১০ আগস্ট থেকে পাবেন করোনার ভ্যাকসিন। এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, শনিবার (০৭ আগস্ট) থেকে রাঙামাটি জেলার সবকটি উপজেলা এবং পৌরসভার ওয়ার্ডগুলোতে পরীক্ষামূলক টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি ওয়ার্ডে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর ১০ আগস্ট আবারো একই ওয়ার্ডগুলোতে ওয়ার্ড প্রতি ২০০ জনকে টিকা দেওয়া হবে।

এজন্য টিকা কেন্দ্রে আসার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) সঙ্গে আনতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই তারা পৌরসভা/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসবেন।

তিনি আরও বলেন, এছাড়াও সুরক্ষা অ্যাপসে যারা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের এই কেন্দ্রগুলোতে আসার দরকার নেই। তারা এসএমএস পাওয়া নির্দিষ্ট স্থানে গিয়ে টিকা গ্রহণ করবেন।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা আরো জানান, জেলার সবচেয়ে দুর্গম উপজেলার মধ্যে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কিছু দুর্গম এলাকা এবং বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন এলাকাগুলোতে হেলিকপ্টারে করে গিয়ে স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করবেন।

এ ব্যাপারে হেলিকপ্টার সহযোগিতা চাওয়া হয়েছে সেনাবাহিনীর কাছে। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ আগস্ট ওইসব দুর্গম এলাকায় টিকা কার্য পরিচালনা করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে- শুক্রবার (০৬ আগস্ট) করোনার কোনো পরীক্ষার কার্যক্রম চালানো হয়নি। তবে বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টিজিনায় ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের পজিটিভ আসে। আক্রান্ত ২৪ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৯ জন এবং নানিয়ারচর উপজেলায় ৫ জন। সংক্রমণের হার ১৭.৯৬ শতাংশ।

রাঙামাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৮ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৩ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ৩০ জন। জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৬৯২ জন। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৪ হাজার ৯৯১ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ১৩৭ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা