সারাদেশ

জেল থেকে বেড়িয়ে বিধবাকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে জেল থেকে বের হওয়ার কয়েকদিন পরই তিন সন্তানের জননী বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোকন নামের ব্যাকটিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নগরীর একটি বাসায় ঘরের সামনে বিধবাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান খোকন। তিনি ওই বাসার মালিক মৃত কুদরত আলীর ছেলে। সে লন্ডন প্রবাসী।

এ সময় বিধবার চিৎকারে ঘরের মানুষজন বেরিয়ে এলে খোকন বিধবাকে ছেড়ে দেয়। তবে এ সময় সে রামদা নিয়ে ভাড়াটিয়াদের শাসাতে শুরু করলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ কল করেন বিধবার ভাগ্নে। জরুরি কল পেয়ে স্থানীয় এয়ারপোর্ট থানা পুলিশ ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় অভিযুক্ত খোকনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।

বিধবার ভাগ্নে সান নিউজকে জানান, তার খালাকে একা পেয়ে ধর্ষণের উদ্দেশে খোকন টানাটানি করে, তার জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে দা দিয়ে সবাইকে কোপ দিতে আসে।

তিনি আরও বলেন, অভিযুক্ত খোকন দীর্ঘদিন ধরেই তার খালাকে নানাভাবে বিরক্ত করে আসছিল। বাড়ির মালিক হওয়ায় ভাড়াটিয়া বিধবা অনেকটা নিরুপায় হয়েই এতদিন চুপ করে ছিলেন। অভিযুক্ত খোকনের বিরুদ্ধে তার নিজ স্ত্রীর দায়ের করা একটি নারী নির্যাতন মামলাও আছে। এই মামলায় জেলে খেটে কয়েকদিন আগেই সে বের হয়েছে।

আম্বরখানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মফিজ উদ্দিন জানায়, ৯৯৯ এ ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকির কল পেয়ে আমরা ওই বাসায় ছুটে যাই। এরপর অভিযোগের ভিত্তিতে তাকে ফাঁড়িতে নিয়ে এসেছি।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ওই বিধবার দায়ের করা মামলায় অভিযুক্ত খোকনকে গ্রেফতার করা হয়েছে । তাকে শনিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা