সারাদেশ

 ৫০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে করোনাকালীন জরুরি অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে দুটি সামাজিক ও সেবামূলক সংগঠন ‘নাগরিক সমন্বয় পরিষদ’ ও ‘একই বৃত্তে পঁচিশ’ সংগঠনকে দ্বিতীয় ধাপে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে 'জিপিএইচ গ্রুপ'। এর আগে দিয়েছে আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে জিপিএইচ গ্রুপের উদ্যোগে দুটি সামাজিক ও সেবামূলক সংগঠনকে ২য় ধাপে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। জিপিএইচ গ্রুপের পক্ষ থেকে একই বৃত্তে পঁচিশ সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন, আবিদ হোসেন সিলিন্ডার হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, প্যানেল মেয়র এবং একই বৃত্তে পঁচিশ এর সাধারণ সম্পাদক মো. সোহেল রানা রানু, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর আবু সাত্তার মুন্সী, নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপের প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, এর আগেও আমরা এই দুটি সংগঠনকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। এবার দ্বিতীয় ধাপে আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নাগরিক সমন্বয় পরিষদের আহহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, আমাদের আহ্বানে সারা দিয়ে জিপিএইচ গ্রুপ আরো ৫০টি সিলিন্ডার প্রদান করায় আমরা আনন্দিত। ইতিপূর্বে আমরা এই গ্রুপের পক্ষ থেকে ৫০টি সিলিন্ডার পেয়েছিলাম। এখন মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার হলো। এগুলো দিয়ে মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে আমরা সেবা দিতে পারবো।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা