সারাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন আরও ৩৪ জন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশি যাত্রী আসা অব্যাহত রয়েছে।

শনিবার (২৯ মে) আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন আরও ৩৪ জন। গত ২৬ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত আসা যাত্রীর সংখ্যা এক হাজার ১৪৬ জন।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারত ফেরত এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৯০ জনকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য কুমিল্লায় পাঠানো হয়। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন হোটেলে রাখা হয়। শুক্রবার ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্রে থাকা যাত্রীর সংখ্যা ২৪২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে মোট ৫৭১ জন যাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়। শুক্রবার ১৫ জনকে ছাড়পত্র দেওয়া করা হয়।

এখন পর্যন্ত ভারত ফেরত ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার আরও নতুন ৩ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদেরকে সরকারি প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত আসা এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকি ২৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলোশনে আছেন। তাদের কারও এখন পর্যন্ত ভারতীয় ধরন পাওয়া যায়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা