সারাদেশ

ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাটাপোল ও মিনহাজপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অহিদুল ইসলাম (৪৫) পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শংকরচন্দ্রপুর-বাথানগাছি গ্রামের মৃত সমসের বিশ্বাসের ছেলে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের মজিবর রহমান তার জমিতে পুকুর খননের মাটি উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অহিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত ও তার ৭ বছরের পুত্র ইয়াসিন গুরুতর আহত হয়। এ ঘটনায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকন ও ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতার জনরোষে পড়েন এবং আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাবার পর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বিক্ষুব্দ জনতা আমাকে ধরেন এবং হামলা চালায়। কোন রকম প্রাণে বাঁচাতে ঘটনাস্থাল ত্যাগ করতে গেলে আমার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় একটা ইট মাথায় লাগে। অবস্থার বেগতি দেখে একটি বাড়িতে আশ্রয় নিন। এরপরও বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িতেও হামলা চালায়।

এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ট্রাক্টরটি আটকে রাখে। তবে ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়।

উপজেলা চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তিন শতাধিক মানুষ ইউএনওকে অবরুদ্ধ করে রেখেছে। বিক্ষুব্ধ লোকজন খুবই উত্তেজিত ছিল। আমি কৌশলে ইউএনওকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে আসি এবং চিকিৎসার ব্যবস্থা করি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর পরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় ইউএনও ও নিহতের পরিবার দুটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা