কিশোরগঞ্জে ধর্ষণ মামলার আসামি আটক
সারাদেশ

কিশোরগঞ্জে ধর্ষণ মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাকিরকে (৩২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১২ মার্চ) সকালে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।


এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. জাকির কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গত ১ মার্চ রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া এলাকার এক কিশোরী (১৪) প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে বের হলে তাকে তুলে নিয়ে দুলাল মিয়ার বাগানে ধর্ষণ করা হয়। ঘটনার পরপরই র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্তর মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চালায়।

এরই ধারবাহিকতায় এ ঘটনার মূল পরিকল্পনাকারী ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত এজাহার নামীয় ১ নম্বর আসামি মো. জাকিরকে বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী এলাকা আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে জাকির ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই রাতে সে সুকৌশলে ভিকটিমকে বাড়ির পেছন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা