সারাদেশ

আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত ভোলা ও চরফ্যাশন পৌরবাসী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নানা সমস্যায় জর্জরিত ভোলা ও চরফ্যাশন পৌরসভা। উন্নয়ন কিছুটা হলেও তা টেকসই নয়। জরাজীর্ণ সড়ক এর কারনে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও কাঙ্খিত সেবা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন পৌরবাসী।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় মুখর ভোলা ও চরফ্যাশন পৌরসভা। প্রতি নির্বাচনের আগে প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি থাকলে বাস্তবে তার ভিন্ন চিত্র। শহরের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থার কারনে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।

নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও পাচ্ছেনা কাঙিক্ষত সেবা। খানাখন্দে ভরা সড়ক, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বর্ষা এলেই পানি আর আবর্জনা মিলেমিশে একাকার হয়ে যায়। এভাবেই বছরের পর বছর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ভোলা ও চরফ্যাশন পৌরসভার মানুষ।

যদিও নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররা বলেছেন, প্রতিশ্রুতির ফাঁদে পা না দিয়ে, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তাই আগামীতে পৌরসভার উন্নয়নের জন্য পরিকল্পিত টেকসই উন্নয়ন চায় পৌরবাসী। শেষ দিকে নির্বাচন ঘিরে প্রচারণায় মুখর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।

এত সব না পাওয়ার মাঝেও আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

আর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে গনসংযোগ আর উঠান সভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আওয়ামীলীগ প্রার্থী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার সুযোগ চায়। আর বিএনপির মেয়র প্রার্থীর দাবি সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন।

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ভোলা পৌরসভার মেয়র প্রার্থী মো: মনিরুজ্জামান মনির বলেন ভোলা পৌরসভা নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে হবে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুস্থ রেখেছেন।এখানে নির্বাচনী প্রচারণায় কাউকে কোন ধরনের বাধা বিঘ্ন করা হয়নি।সবাই যার যার মতো প্রচারণা করে যাচ্ছে। আমাদের জয় সুনিশ্চিত।

বিএনপি মনোনিত ভোলা পৌরসভার মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান বলেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমরা ভালোই দেখতেছি ।গত বছর এই সময় আমি নির্বাচনের মাঠে থাকতে পারি নাই ।এবার আমি সুন্দরমতো লিফলেট বিতরণ গণসংযোগ প্রচার-প্রচারণা করে যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগে এবং অনেক খুশি আমি।এজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ যদি এরকম থাকে ৮০ পার্সেন্ট ভোট পেয়ে আমি জয়যুক্ত হব।

সাধারণ ভোটার কহিনুর বেগম জানান, ভোটকেন্দ্রে আসার জন্য পরিবেশটা যাতে ভালো থাকে সে যেন ভোটকেন্দ্রে এসে নিজের ভোট নিজে দিতে পারে এরকম আশা করেন। নতুন ভোটার সিয়াম আহমেদ বলেন, শিক্ষার উন্নয়ন যে করবে তাকেই ভোট দিব। এই প্রথম ইভিএম এ ভোট দিব তাই অনেক আনন্দিত।

এদিকে নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ ভাবে নেয়ার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান রিটানিং অফিসার।

এদিকে ভোলা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জানিয়েছেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিশন থেকে সার্বিক নির্দেশনাসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য যা যা করার তা করে যাচ্ছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পৌর নির্বাচনে ভোলায় দুই পৌরসভায় মেয়র পদে প্রতিদন্দ্বিতা করছেন ৬ জন। ভোলা পৌরসভায় ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এবং চরফ্যাশন পৌরসভায় ২৭ হাজার ৫৮২ ভোটার।

ভোলা পৌর নির্বাচনে যেই নির্বাচিত হবে, ‍ভোল শহরকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবে-এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা