সারাদেশ

আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত ভোলা ও চরফ্যাশন পৌরবাসী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নানা সমস্যায় জর্জরিত ভোলা ও চরফ্যাশন পৌরসভা। উন্নয়ন কিছুটা হলেও তা টেকসই নয়। জরাজীর্ণ সড়ক এর কারনে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও কাঙ্খিত সেবা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন পৌরবাসী।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় মুখর ভোলা ও চরফ্যাশন পৌরসভা। প্রতি নির্বাচনের আগে প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি থাকলে বাস্তবে তার ভিন্ন চিত্র। শহরের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থার কারনে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।

নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও পাচ্ছেনা কাঙিক্ষত সেবা। খানাখন্দে ভরা সড়ক, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বর্ষা এলেই পানি আর আবর্জনা মিলেমিশে একাকার হয়ে যায়। এভাবেই বছরের পর বছর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ভোলা ও চরফ্যাশন পৌরসভার মানুষ।

যদিও নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররা বলেছেন, প্রতিশ্রুতির ফাঁদে পা না দিয়ে, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তাই আগামীতে পৌরসভার উন্নয়নের জন্য পরিকল্পিত টেকসই উন্নয়ন চায় পৌরবাসী। শেষ দিকে নির্বাচন ঘিরে প্রচারণায় মুখর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।

এত সব না পাওয়ার মাঝেও আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

আর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে গনসংযোগ আর উঠান সভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আওয়ামীলীগ প্রার্থী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার সুযোগ চায়। আর বিএনপির মেয়র প্রার্থীর দাবি সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন।

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ভোলা পৌরসভার মেয়র প্রার্থী মো: মনিরুজ্জামান মনির বলেন ভোলা পৌরসভা নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে হবে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুস্থ রেখেছেন।এখানে নির্বাচনী প্রচারণায় কাউকে কোন ধরনের বাধা বিঘ্ন করা হয়নি।সবাই যার যার মতো প্রচারণা করে যাচ্ছে। আমাদের জয় সুনিশ্চিত।

বিএনপি মনোনিত ভোলা পৌরসভার মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান বলেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমরা ভালোই দেখতেছি ।গত বছর এই সময় আমি নির্বাচনের মাঠে থাকতে পারি নাই ।এবার আমি সুন্দরমতো লিফলেট বিতরণ গণসংযোগ প্রচার-প্রচারণা করে যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগে এবং অনেক খুশি আমি।এজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ যদি এরকম থাকে ৮০ পার্সেন্ট ভোট পেয়ে আমি জয়যুক্ত হব।

সাধারণ ভোটার কহিনুর বেগম জানান, ভোটকেন্দ্রে আসার জন্য পরিবেশটা যাতে ভালো থাকে সে যেন ভোটকেন্দ্রে এসে নিজের ভোট নিজে দিতে পারে এরকম আশা করেন। নতুন ভোটার সিয়াম আহমেদ বলেন, শিক্ষার উন্নয়ন যে করবে তাকেই ভোট দিব। এই প্রথম ইভিএম এ ভোট দিব তাই অনেক আনন্দিত।

এদিকে নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ ভাবে নেয়ার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান রিটানিং অফিসার।

এদিকে ভোলা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জানিয়েছেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিশন থেকে সার্বিক নির্দেশনাসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য যা যা করার তা করে যাচ্ছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পৌর নির্বাচনে ভোলায় দুই পৌরসভায় মেয়র পদে প্রতিদন্দ্বিতা করছেন ৬ জন। ভোলা পৌরসভায় ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এবং চরফ্যাশন পৌরসভায় ২৭ হাজার ৫৮২ ভোটার।

ভোলা পৌর নির্বাচনে যেই নির্বাচিত হবে, ‍ভোল শহরকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবে-এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দেওয়া যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭ জন নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘ...

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

সর্বোচ্চ ৫টি সিমের বেশি ব্যাবহার করতে পারবে না গ্রাহক

মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অনিয়ম ও অপব্যবহা...

গণমাধ্যম ও ছায়ানটে হামলায় সরকারের যেকোনো অংশ ঘটতে দিয়েছে: নূরুল কবীর 

প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা–ভাঙচুর ও অগ্নিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা