সারাদেশ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে লক্ষ্মীপুর জেলা আদালতের কার্যক্রম 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : প্রধানমন্ত্রী উদ্বোধনের প্রায় ৪ বছর পরেও লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন হস্তান্তর করছে না জেলা গণপূর্ত বিভাগ। ফলে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে বিচারকদের। জেলা গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের অনিয়ম দুর্নীতির কারণে এমন সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষের সমাগম ঘটে এই ভবনটিতে। ফলে জরাজীর্ণ পুরাতন একটি ভবনে ঝুঁকি নিয়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবনটির প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফাটল দেখা যাচ্ছে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে উপর থেকে অনেক সময় খসে পড়ছে পলেস্তারা। ঝুঁকি এড়াতে ভবনটি সিড়ি কাঠ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। যেকোনো সময় এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনটির যথাযথ মান যাচাইপূর্বক নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবি জানান আইনজীবীরা।

২০১৪ সালে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও জেলা গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির কারণে ভবনটির কাজ এখন পর্যন্ত শেষ করতেই পারেনি অভিযোগ আইনজীবীদের। একদিকে ভবনের কাজে ধীরগতি অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার উন্নয়ন প্রকল্পটিকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্বোধনকেও প্রশ্নবিদ্ধ করেছে। যার কারণে এখন পর্যন্ত ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেনি ও গণপূর্ত বিভাগ।

এদিকে, ২০১২ সালে ২২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণের বরাদ্দ পায় জেলা গণপূর্ত বিভাগ। মেসার্স আবদুল খালেক কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে উন্নয়ন প্রকল্পটির কাজ শুরু করে। ২০১৪ সালে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। এরপর ২০১৭ সালে ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর সফরে এসে ভবনটি উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দীন বলেন, পুরাতন জরাজীর্ণ ভবনে আদালত পরিচালিত হচ্ছে যে কোন মুহুতে দুর্ঘটনা ঘটতে পারে, দ্রুত ভবনটি বুঝিয়ে দিতে আহবান জানান তিনি।

সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করার কথা থাকলো এখনো বুঝিয়ে দেওয়া হয়নি এই ভবনটি। এছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে তা নিয়ে বার বার অভিযোগ জানিয়েছি কিন্তু তাতে গুরুত্ব দিচ্ছেনা ঠিকাদার প্রতিষ্ঠান। এছাড়াও ঝুকিপূর্ণ ভবনে বিচারিক কার্য পরিচালনা করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে এর দায় নিবে কে বলেন এই আইনজীবী।

জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, মান বজায় রেখে কাজ হচ্ছে, আর ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারের কাছে বরাদ্ধের অর্থ পাবে তা বুঝে পেলে ভবন বুঝিয়ে দিবেন এমটি বলছেন এই কর্মকর্তা।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চ...

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লাখো মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জ...

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।...

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয...

চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া, দেশজুড়ে শোকের ছায়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছা...

মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু হলো ইনোভেশন মডেল স্কুলের

কুষ্টিয়ার মিরপুরে ‘প্রাইভেট ও কোচিংমুক্ত’ শিক্ষা এবং আধুনিক প্রযু...

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠির জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা