সারাদেশ

তিন দফা দাবিতে ইবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, ইবি : স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন সংসদ।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণ, আবাসিক হল ফি, পরিবহন ফি ও অন্যান্য ফি মওকুফ করা এবং নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রসাসনিক জটিলতা নিরসনের দাবি জানান নেতাকর্মীরা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহানের সঞ্চালনায় সমাবেশে সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জিকে সাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘দীর্ঘ ১০ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাতে শিক্ষার্থীদের সেবা বাবদ কোন অর্থ ব্যয় করতে হয়নি কর্তৃপক্ষের। কিন্তু বর্তমানে পরীক্ষার জেরে শিক্ষার্থীদের থেকে সকল প্রকার ফি নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। একইসাথে আবাসিক হল বন্ধ রেখেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ বলে জানান তারা। কেননা আবাসিক হলে না থাকতে পেরে ক্যাম্পাসের আশপাশের মেসে গাদাদাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে স্বাস্থ্যঝুঁকিসহ ও নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে শিক্ষার্থীরা। তাই সমাবেশে বক্তারা আবাসিক সুবিধা নিশ্চিত করেই পরীক্ষা নেওয়ার দাবি জানান। এছাড়াও নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসনেরও জোর দাবি জানায় তারা।

এদিকে, শিক্ষার্থীদের এই দাবিসমূহ না মেনে নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারিও দেন বক্তারা। পরে দুপুর একটায় একই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের এই দাবিসমূহ যৌক্তিক বলে বিশ্বাস করি। এ ক্ষেত্রে সরকার ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে সমন্বয় করে তা দেখে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটিসহ সংশ্লিষ্ট কমিটিগুলোর পরবর্তী মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় আবাসিক হল বন্ধ রেখেই স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ ছাড়াও অন্যান্য শিক্ষাবর্ষের ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিভাগকে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়। এর আলোকে বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। পরীক্ষার ফরম পূরণ করতে পরিবহন ও আবাসিক ফিসহ মোটা অঙ্কের টাকা গুণতে হচ্ছে শিক্ষার্থীদের।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা